Ajker Patrika

দ্বিতীয় ম্যাচেও হারের শঙ্কায় এইচপি দল

দ্বিতীয় ম্যাচেও হারের শঙ্কায় এইচপি দল

ডারউইনে চার দিনের ম্যাচে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের ২৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে পাকিস্তান শাহিনস। প্রথম ইনিংস শেষে ৭৯ রানে এগিয়ে থাকা বিসিবির এইচপি দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২১৬ রানে। লক্ষ্য তাড়ায় আজ দ্বিতীয় ইনিংসে সবশেষ কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান তুলেছে শাহিনস।

গতকাল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮৪ রানে দিন শেষ করা বিসিবির এইচপি এগিয়ে ছিল ১৬৩ রানে। ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা মাহমুদুল হাসান জয় ৬৫ রানে মোহাম্মদ আলি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। জয়ের আউটের পর শাদমান ইসলাম অনিকের গোল্ডেন ডাকে খেই হারায় বিসিবির এইচপি দল।

শাহাদাত হোসের দিপু ও আইক মোল্লার ষষ্ঠ উইকেটের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটছিল জয়রা। দলীয় ১৮০ রানে ভাঙে ৬৩ রানের গুরুত্বপূর্ণ এই জুটি। খুরাম শেহজাদের বলে ক্যাচ দেওয়ার আগে ৩৩ রান করেন দিপু। দারুণ এই জুটি ভাঙার পর লোয়ার অর্ডারের ব্যাটরদের নিয়ে দলীয় সংগ্রহ বাড়ানোর দায়িত্ব পড়ে মোল্লার ওপর। মাহমুদুল ইসলাম অঙ্কনকে নিয়ে সেই কাজটাই করছিলেন তিনি। তবে দলীয় ২০৭ রানে অঙ্কনের আউটের পর ২১৬ রানেই থামে এইচপি। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন মোল্লা।

এর আগে জয় ও মোল্লার ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৮ রান করে বাংলাদেশ। পরে রিপন মন্ডল-রেজাউলদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় শাহিনস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এখনো কোনো উইকেটের দেখা পায়নি বিসিবির এইচপি। চারদিনের এই ম্যাচ জিততে হলে প্রথম ইনিংসের মতো রিপনদের জ্বলে ওঠার কোনো বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত