Ajker Patrika

বিপিএলের বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
আজ বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি
আজ বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি

বিপিএলের বর্তমান চক্রে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্ধকোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমা দিতেও গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েক দফা সময় বাড়ানোর পরও টাকা জমা না দেওয়ায় এবার আইনি পথে হাঁটছে বিসিবি।

আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সেখানে বলেন, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে।’

বিসিবি সভাপতি আরও জানান, একাধিকবার তাগাদা দেওয়া দেওয়া ও সময় বাড়ানোর পরও ফ্র্যাঞ্চাইজিগুলো পাওনা টাকা পরিশোধ করেনি। নিয়ম মেনে খেলায় অংশ নিতে হলে এই অর্থ জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক।

বিপিএলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরও কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি।

২০২৫ বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর ২০২৪। শেষ হবে ২০২৫ সালেরে ৭ ফেব্রুয়ারি। তার আগেই এই বকেয়া নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সমঝোতা না হলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত