বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে