Ajker Patrika

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়ছেন লিটন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৭: ১১
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়ছেন লিটন

লিটন দাসের কাছে এ বছরটা তো রানখরারই এক বছর। কখনো এক অঙ্কের ঘরে আউট হয়ে যাচ্ছেন, কখনোবা ইনিংস বড় করতে পারছেন না তিনি। বিশ্বকাপের শুরুটাও হয়েছিল তেমনি। সেখানে আজ ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছেন তিনি। দলের বিপর্যয়ের মাঝে যেন লড়ে যাচ্ছেন ‘নিঃসঙ্গ শেরপার’ মতো।

ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার করতে আসা ক্রিস ওকসকে টানা তিন বলে তিনটা চার মেরেছেন লিটন। যেখানে তৃতীয় বলে কবজির মোচড়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরেছেন তিনি। চতুর্থ বল মেরেছেন পয়েন্ট দিয়ে আর পঞ্চম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে পুল করে বাউন্ডারি মেরেছেন তিনি। তাতে প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১২ রান।

দারুণ শুরুর পর দ্বিতীয় ওভার থেকে হোঁচট খাওয়া শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ফর্মের তুঙ্গে থাকা শান্ত মেরেছেন গোল্ডেন ডাক। বাংলাদেশের স্কোর হয়ে যায় ২ উইকেটে ১৪ রান। প্রথম দুই উইকেট হারানোর পরও লিটন তাঁর স্বভাবসুলভ ব্যাটিং করে যান। তৃতীয় ও চতুর্থ ওভারে একটি করে চার মেরেছেন তিনি। লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের মাঝে বাংলাদেশ হারায় সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের আরও ২ উইকেট।

সাকিব, মিরাজ দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮.৩ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। আর লিটন ফিফটি পেয়েছেন ১১তম ওভারের পঞ্চম বলে। স্যাম কারানকে ডিপ থার্ড ম্যানে ঠেলে সিঙ্গেল নিয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি। ৩৮ বলে ৭ চার ও ১ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করেছে বাংলাদেশ। ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত আছেন লিটন। আর মুশফিকুর রহিম ব্যাটিং করছেন ২৭ বলে ১৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত