Ajker Patrika

তানজিম সাকিব আর রিশাদকে পেয়ে খুশি শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তানজিম সাকিব আর রিশাদকে পেয়ে খুশি শান্ত

ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সুপার এইটি নিজেদের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি তারা। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৮ রানে হারের পর আজ ভারতের বিপক্ষে হারল ৫০ রানে।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়াই যেন বড় ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ রানের মতো হবে। যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে, তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা এসব আবহাওয়া ও বাতাসের সঙ্গে অভ্যস্ত। আমি মনে করি না এটা কোনো ইস্যু।’

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর শান্ত জানিয়েছিলেন ১৬০-১৭০ রান করা উচিত ছিল তাদের। কিছু রান কম করার আক্ষেপ ছিল তাঁর কণ্ঠে। পরের ম্যাচে ভারতকে ১৬০-১৭০ রানে আটকে রাখার পরিকল্পনা ছিল তাঁদের। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচেও শান্ত বলেছিলেন স্কোর ১৩০-১৪০ হওয়া উচিত ছিল।

ব্যাট হাতে ৩২ বলে ৪০ রান করেছেন শান্ত। তবে তাঁর উপলব্ধি ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, ‘ব্যাটিংয়ে আজ আমাদের অনেক অপশন ছিল। কিন্তু যে ইনটেন্ট আমাদের দেখানোর দরকার ছিল সেটা আমরা পারিনি। আমি প্রতি ম্যাচে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করি। কিন্তু আমার চেষ্টা করা উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বার সুপার এইট খেলছে বাংলাদেশ দল। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটাররা বলেছিলেন, আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে ভিন্ন ফল অর্জন করাই তাঁদের লক্ষ্য। সেরকম কিছু অবশ্য দেখা মেলেনি। শান্তর মতে এই বিশ্বকাপের বাংলাদেশের প্রাপ্তি পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন, ‘তানজিম সাকিব এই টুর্নামেন্টে আমাদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমি রিশাদের কথাও বলব। আমরা লম্বা সময় ধরে লেগ স্পিনার খুঁজছিলাম। তাকে পেয়ে আমরা খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত