আরমান হোসেন
ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।
• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন।
• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।
• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার।
ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।
• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন।
• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।
• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১১ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৬ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪২ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে