Ajker Patrika

সেঞ্চুরিটা হাতছাড়া করলেন তামিম

ক্রীড়া ডেস্ক    
৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তামিম ইকবাল। ৫৪ বলে করেছেন ৯১ রান। ছবি: বিসিবি
৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তামিম ইকবাল। ৫৪ বলে করেছেন ৯১ রান। ছবি: বিসিবি

মেহেদী হাসানের ইয়র্কার বলটা পিচ করার পর মুহূর্তেই পড়ে গেল বেল। তাতেই তৈরি হলো তামিম ইকবালের তীরে এসে তরি ডোবার আক্ষেপ। এই আক্ষেপ ম্যাচ হারার নয়। সেঞ্চুরির কাছাকাছি এসে সেটা ফসকে যাওয়ার বেদনায় পড়তে হয়েছে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে।

জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে ব্যর্থতার পর নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। তাঁর টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে চড়ে টুর্নামেন্টে চট্টগ্রাম আছে দারুণ ছন্দে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন। তবে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে।

টস জিতে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শুরুটা আক্রমণাত্মক হলেও তামিম খেলতে থাকেন রয়েসয়ে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে সঙ্গে তামিম হাত খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।

ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন তামিম। বরিশালের বোলাররা তাতে খেই হারিয়ে ফেলেছেন। ১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত