ক্রীড়া ডেস্ক
আস্থার প্রতিদান দিলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভার করতে এসেই চেন্নাই সুপার কিংসকে ২ উইকেট এনে দিলেন বাংলাদেশি পেসার। এতে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকটা দুর্দান্তভাবেই রাঙালেন।
চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ ওভার শেষে দলকে ৩৭ রান এনে দিয়েছিলেন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। যার ৩১ রানই দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডু প্লেসিসর। পঞ্চম ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে ভয়ংকর হয়ে ওঠা বেঙ্গালুরুর ব্যাটারের ব্যাটে চার হজম করেন মোস্তাফিজ। তবে ফিরতি বলেই শোধ নেন বাঁহাতি পেসার। ডু প্লেসিসকে অফসাইডে বল করে ডিপ পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৩৫ রান করা ব্যাটারের ক্যাচটা অবশ্য দুর্দান্তভাবে তালুবন্দী করেন মোস্তাফিজের সতীর্থ রাচিন রবীন্দ্র।
প্রত্যাবর্তনের পরের দুই বল ডট দিয়ে আবারও চেন্নাইকে উইকেট এনে দেন মোস্তাফিজ। দুইয়ে নামা রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। এতে নিজের প্রথম ওভার শেষে মোস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ১ ওভারে ৪ রান ২ উইকেটে।
বাংলাদেশি পেসারের জোড়া আঘাতের পর আরও একটি উইকেট হারিয়েছে বেঙ্গালুরু। চারে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে ‘গোল্ডেন ডাকের’ স্বাদ দিয়েছেন চেন্নাইয়ের পেসার দিপক চাহার। নিজের দ্বিতীয় ওভারে এসেও জোড়া ধাক্কা দিয়েছেন মোস্তাফিজ। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলি ফেরান রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি।
মোস্তাফিজের ৪ উইকেটের ধাক্কায় এখন বিধ্বস্ত বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেঙ্গালুরুর সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেটে ৭৯ রান। ১ রান করে ব্যাটিং করছেন দিনেশ কার্তিক ও অনজু রাওয়াত।
আস্থার প্রতিদান দিলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভার করতে এসেই চেন্নাই সুপার কিংসকে ২ উইকেট এনে দিলেন বাংলাদেশি পেসার। এতে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকটা দুর্দান্তভাবেই রাঙালেন।
চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ ওভার শেষে দলকে ৩৭ রান এনে দিয়েছিলেন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। যার ৩১ রানই দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডু প্লেসিসর। পঞ্চম ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে ভয়ংকর হয়ে ওঠা বেঙ্গালুরুর ব্যাটারের ব্যাটে চার হজম করেন মোস্তাফিজ। তবে ফিরতি বলেই শোধ নেন বাঁহাতি পেসার। ডু প্লেসিসকে অফসাইডে বল করে ডিপ পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৩৫ রান করা ব্যাটারের ক্যাচটা অবশ্য দুর্দান্তভাবে তালুবন্দী করেন মোস্তাফিজের সতীর্থ রাচিন রবীন্দ্র।
প্রত্যাবর্তনের পরের দুই বল ডট দিয়ে আবারও চেন্নাইকে উইকেট এনে দেন মোস্তাফিজ। দুইয়ে নামা রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। এতে নিজের প্রথম ওভার শেষে মোস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ১ ওভারে ৪ রান ২ উইকেটে।
বাংলাদেশি পেসারের জোড়া আঘাতের পর আরও একটি উইকেট হারিয়েছে বেঙ্গালুরু। চারে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে ‘গোল্ডেন ডাকের’ স্বাদ দিয়েছেন চেন্নাইয়ের পেসার দিপক চাহার। নিজের দ্বিতীয় ওভারে এসেও জোড়া ধাক্কা দিয়েছেন মোস্তাফিজ। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলি ফেরান রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি।
মোস্তাফিজের ৪ উইকেটের ধাক্কায় এখন বিধ্বস্ত বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেঙ্গালুরুর সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেটে ৭৯ রান। ১ রান করে ব্যাটিং করছেন দিনেশ কার্তিক ও অনজু রাওয়াত।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১৩ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৯ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪৪ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে