Ajker Patrika

নারী বিপিএল আয়োজনের ইঙ্গিত বিসিবি সভাপতির

অনলাইন ডেস্ক
বিসিবি সভাপতি ফারুক আহমেদকে মেয়েদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের আবদার করেন জ্যোতি।ছবি: আজকের পত্রিকা
বিসিবি সভাপতি ফারুক আহমেদকে মেয়েদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের আবদার করেন জ্যোতি।ছবি: আজকের পত্রিকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানে এসেছেন দেশে থাকা বেশির ভাগ তারকা ক্রিকেটাররা। সেখানে এসেছিলেন নারী ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে কাছে পেয়েই নিগার সুলতানা জ্যোতির আবদার, তাঁদের জন্য যেন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়।

জ্যোতি অবশ্য সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিলেন। পাপনের বোর্ড জ্যোতিদের আশ্বস্ত করলেও সেটা আলোর মুখ দেখেনি। ঢাকার পাঁচতারকা হোটেলে আজ জ্যোতি নারীদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করলে ফারুক ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মেয়েদের ক্রিকেটে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। আড্ডায় তখন জ্যোতি, জাহানারা আলমদের টুর্নামেন্ট আয়োজন করতে বিভিন্ন পরামর্শ দিলেন। দল তৈরি করতে হলে খেলোয়াড় পাওয়া যাবে কি না, সেটা জানতে চাইলেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠান দিয়েই ২০২৪-২০২৫ বিপিএলের মাস্কট উন্মোচন হওয়ার কথা। ৩০ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ হয়েছে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ হয়েছে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের নারী, পুরুষ দুই ক্রিকেট দলই ব্যস্ত সময় পার করছে। ছেলেরা ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি। অন্যদিকে নারী ক্রিকেটাররা ব্যস্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে নারীদের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে।

পুরুষ,নারী সব ক্রিকেটারদের জন্য ভারত, অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে অনেক আগে থেকেই। ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) নামে মেয়েদের আইপিএল ২০২৩ সাল থেকে হয়ে আসছে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল চলছে দীর্ঘ ১২ বছর ধরে চলছে। তবে সেটা হচ্ছে শুধু ছেলেদের ক্রিকেটেই। ফারুকের কথা বাস্তব প্রমাণিত হলে শিগগিরই হয়তো দেখা যাবে নারী বিপিএল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত