Ajker Patrika

পাকিস্তান লিগ নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে ক্ষমা চাইলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মে ২০২৫, ১২: ২১
পাকিস্তান থেকে দেশে ফিরে এসেছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
পাকিস্তান থেকে দেশে ফিরে এসেছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সামরিক সংঘাত ক্রিকেটকে বাজেভাবে প্রভাবিত করেছে। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত করা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারত-পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একটু অতিরঞ্জিত উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন রিশাদ হোসেন।

পিএসএল স্থগিত হওয়ার পর রিশাদ এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। আর বাংলাদেশি লেগস্পিনারের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। পাকিস্তান থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতিতে সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছিলেন, তার অর্থটা এরকম যে ড্যারিল মিচেল-টম কারেনের মতো বিদেশি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভাইরাল সেই বক্তব্য নিয়ে গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ লিখেছেন, ‘জানতে পারলাম যে কদিন আগে আমার একটি মন্তব্য ভুল ধারণার সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত ভুলভাবে সংবাদমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। দুবাই বিমানবন্দর পার হওয়ার সময় বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এমন মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো দৃশ্যপট বোঝা যায়নি এবং অনিচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে।’

পাকিস্তান সুপার লিগে এবার রিশাদ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। সেই দলে খেলেছেন মিচেল, কারেন, সিকান্দার রাজার মতো বিদেশিরা। ভুল বোঝাবুঝির কারণে মিচেলদের কাছে ক্ষমা চেয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগস্পিনার লিখেছেন, ‘যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তাতে আমি ভীষণভাবে দুঃখিত। ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে ক্ষমা চাচ্ছি। সতীর্থদের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’

চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে পরশু রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেদিনই জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।

স্থগিত পিএসএল পুনরায় কবে শুরু হবে, রিশাদ এখন সেই অপেক্ষায় আছেন। ২২ বছর বয়সী বাংলাদেশি লেগস্পিনার লিখেছেন, ‘কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে মনেপ্রাণে ধরে রাখি। সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি। পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলে যোগ দেব। এখন সেদিকেই তাকিয়ে।’

পিএসএল দিয়েই বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার সুযোগ হলো রিশাদের। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরশু বিকেলে নেমেই রিশাদ জানালেন, কী ভীতিকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানে পড়েছিলেন। রিশাদের সঙ্গে পাকিস্তানে ছিলেন নাহিদ রানাও। পেশোয়ার জালমি রানাকে নিলেও খেলার সুযোগ মেলেনি তাঁর। রানা-রিশাদ একসঙ্গেই পরশু দেশে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত