ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
১৮ মিনিট আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
৪ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
৪ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
৫ ঘণ্টা আগে