Ajker Patrika

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩৯
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইনফো
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইনফো

দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।

ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।

টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি, গ্রেপ্তার তিন

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

স্টারলিংকের ইন্টারনেট সেবার মূল্য ও মান নিয়ে গণশুনানির দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত