Ajker Patrika

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মিরাজ-সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মিরাজ-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ দলের বাইরে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে সময় পার করছিলেন। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলনে ফিরছেন ২১ ক্রিকেটার। 

কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজরা। দেশের অন্যতম কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন তাঁরা। 

তবে ক্যাম্পে সুযোগ পেলেও প্রথম ধাপ থেকে ছুটি নিয়েছেন সাইফউদ্দিন। আজ বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, গতকাল বিসিবিকে মেইল পাঠিয়ে আগামী ১০ জুন পর্যন্ত ছুটি চেয়েছেন সাইফউদ্দিন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন তিনি। 

সাইফউদ্দিন ছুটি নেওয়ায় খালেদ আহমেদকে সাদা বলের জন্য প্রস্তুত রাখতে চায় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কোনো পেসার ছিটকে গেলে ডাক পড়তে পারে তাঁর। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি আবু হায়দার রনিও আছেন বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে। 

জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প। 

বাংলা টাইগার্স স্কোয়াড: 
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত