টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।
রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে দুই বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’
মোহিতের স্বপ্ন বাস্তবায়ন করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ভারতের তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’
এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।
টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।
রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে দুই বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’
মোহিতের স্বপ্ন বাস্তবায়ন করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ভারতের তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’
এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে