Ajker Patrika

সাকিব-শচীনের রেকর্ড ভেঙে কোহলির ‘এক ঢিলে দুই পাখি’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭: ২৫
Thumbnail image

২০২৩ বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বিরাট কোহলি। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ভেঙে দিয়েছেন সাকিব-শচীনের আরেক রেকর্ড। 

বিশ্বকাপে রানের ফোয়াড়া ছোটালেও কোহলির কাছে নক আউট রাউন্ড ছিল এক গোলকধাধা। ২০১১ থেকে শুরু করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নক আউট পর্বে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১২.১৭ গড় ও ৫৬.১৫ স্ট্রাইক রেটে তাঁর স্কোর ছিল ৭৩ রান। সর্বোচ্চ ৩৫ রান করেছেন ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ২০১৫,২০১৯ দুই বিশ্বকাপের সেমিফাইনালেই ১ রান করে আউট হয়েছেন তিনি।

সেই কোহলিই বিশ্বকাপের নক আউট পর্বে আজ পেয়েছেন প্রথম ফিফটির দেখা। ৫৯ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৭২ তম ফিফটি। নক আউট পর্বে প্রথম ফিফটিতে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটার। তাতে ভেঙে গেছে সাকিব, শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। আর শচীন ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।

পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পর কোহলি ভেঙে দিয়েছেন শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। এখন পর্যন্ত ৯৫ বলে ৯২ রান করে ব্যাটিং করছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬৮৬ রান করেছেন। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির আরও এক রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি। বর্তমানে ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড শচীন ও কোহলির। 

এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:  
বিরাট কোহলি (ভারত): ৮ টি; ২০২৩ বিশ্বকাপ
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭ টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭ টি; ২০০৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬ টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬ টি; ২০১৯ বিশ্বকাপ

 

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান;  
বিরাট কোহলি (ভারত): ৬৮৬ রান; ২০২৩ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৬৭৩ রান; ২০০৩ বিশ্বকাপ
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া): ৬৫৯; ২০০৭ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬৪৮; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬৪৭;২০১৯ বিশ্বকাপ

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত