Ajker Patrika

নিউজিল্যান্ডের সাবেক কোচকে নিয়োগ দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ০২
ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। ছবি: এএফপি
ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। ছবি: এএফপি

কদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

২৫ মে শেষ হবে পিএসএল। ২৭ মে থেকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের কোচ হিসেবে হেসনের প্রথম অ্যাসাইনমেন্টই হবে বাংলাদেশ সিরিজ।

পাকিস্তানের প্রধান কোচের পদ খালি ছিল মাঝের কিছুদিন। আকিব জাভেদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলে যাচ্ছিলেন। সবশেষ পূর্ণকালীন প্রধান কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তিনি স্বল্প সময়ের পাকিস্তান অধ্যায় চুকিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সাবেক পাক পেসার আকিব। তাঁর অধীনে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে বাবর-শাহিনরা। কিন্তু জাভেদের সঙ্গেও পিসিবির চুক্তি মেয়াদ ফুরোয় গত ফেব্রুয়ারিতে। এরপরই তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন। এবার ডিরেক্টর অব হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন আকিব।

কোচ হিসেবে মাইক হেসনের লম্বা সময়ের অভিজ্ঞতা। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালে পদত্যাগ করেন। এ ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন হেসন।

২০২৩ সালের নভেম্বরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেন হেসন। তাঁর অধীনে গত মৌসুমে পিএসএলে নিজেদের তৃতীয় শিরোপা জেতে দলটি। পিএসএলে সেটা ছিল হেসনের অভিষেক মৌসুম। এবারও প্লে-অফে ওঠার দৌড়ে দারুণভাবে টিকে আছে ইসলামাবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত