Ajker Patrika

এক নম্বর হতে চান মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মে ২০২৫, ১৬: ৪৩
টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হতে চান মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হতে চান মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি

বিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।

ব্যাটিং, বোলিং সব বিভাগেই দুর্দান্ত খেলছেন মিরাজ। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মিরপুর শেরেবাংলায় আজ সেটার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। পুরস্কার নিয়ে সাংবাদিকদের বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। (অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে) এক নম্বরে উঠতে পারলে আরও ভালো লাগবে।’

২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৯ বছর মিরাজ খেলেছেন ৫৩ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে করেছেন ২০৬৮ রান। বোলিংয়ে নিয়েছেন ২০৫ উইকেট। টেস্টে ৪০০ উইকেট ও ৫ হাজার রানের এলিট ক্লাবে পৌঁছাতে যাওয়ার লক্ষ্যে কী করছেন, সেই ব্যাপারে মিরাজ সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই লক্ষ্য থাকে অনেক ওপরে যাওয়ার। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ফিট থেকে ভালো খেলতে হবে। তবে সেভাবে বিশাল (৪০০ উইকেট ও ৫ হাজার রান) চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্যে সামনে এগোনোর চেষ্টা করছি।’

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব আল হাসান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৭১ ম্যাচে নিয়েছেন ২৪৬ উইকেট। ২২৮ ও ২০৫ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে উইকেটশিকারীর তালিকায় দুই ও তিনে তাইজুল ইসলাম ও মিরাজ। বাংলাদেশের জার্সিতে যেকোনো লক্ষ্য অর্জন করাটা মিরাজের কাছে অনেক ভালো লাগার ব্যাপার। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘এমন মাইলফলক (টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী) হলে তো ভালোই লাগবে। যেকোনো সংস্করণই হোক, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তা অনেক ভালো লাগার ব্যাপার।’

আইসিসির গত সপ্তাহের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, মিরাজ টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে। তাঁর রেটিং পয়েন্ট ৩২৭। মার্কো ইয়ানসেনকে টপকে মিরাজ উঠে এসেছেন দুইয়ে। টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০। কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১১৬ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে করেছেন রেকর্ড গড়া সেঞ্চুরি। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়নও পেয়ে গেছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের প্রতিদ্বন্দ্বী এখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত