Ajker Patrika

চট্টগ্রামের হয়ে খেলবেন হারিস-নাজিবউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের হয়ে খেলবেন হারিস-নাজিবউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি। 

জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার। 

মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান। 

এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত