নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার।
মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান।
এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার।
মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান।
এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে