অনলাইন ডেস্ক
দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। শান্তর এই কথা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ। তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই গ্রুপে রয়েছে ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়াটা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের জন্য কতটা কঠিন, সেটা তো বোঝাই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়কদের মতবিনিময় সভা শেষে আজ সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘আমার মনে হয় যে আমরা এমন একটা দল, যাদেরকে অন্য কেউ যদি হালকাভাবে নেয়, নির্দিষ্ট কোনো দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। সেরকম শক্তি আমাদের আছে কিন্তু। সেটার ওপর ভরসা করে বলতে পারি, আমরা অনেক দূর যেতে পারব।’
ফাহিমের মতে কাগজে-কলমের হিসেবে অনেক কিছু অনুমান করা গেলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেট তো এমনি এক খেলা, যেখানে আমরা কাগজে কলমে হিসেব করে বলতে পারি, এই দল সেই দলের সঙ্গে জিতবে। এই দল চ্যাম্পিয়ন হবে। অন্য দল রানার্সআপ হবে। কিন্তু সেটা তো সেভাবে হয় না। চ্যাম্পিয়ন হতে পারব কি না, এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোনো ব্যাপারেই নিশ্চয়তা নেই। তবে অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। তবে যাবই যে সেই নিশ্চয়তা দেওয়া যায় না।’
ওয়ানডে ম্যাচের হিসেবে অভিজ্ঞতার দিক থেকে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও ভারত থাকছে প্রথম দুইয়ে। চূড়ান্ত দলে থাকা ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে ভারতের হয় ৯২.৬। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ৬৭.৬৭। তাছাড়া ভারত কদিন আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে। সিরিজটি হয়েছে ভারতের মাঠেই। আর বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। যে ওয়েস্ট ইন্ডিজ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘(টুর্নামেন্টটা) খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে যে ইতিবাচক মানসিকতা নিয়ে যাচ্ছি। শুধু ভালো ক্রিকেট না, জিততে যেন পারি। প্রথমে ভারতের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ, তারা ভালো খেলছে। তারা ভালো দল। তারপরও আমার মনে হয় দলের মধ্যে যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ঘরানার ক্রিকেট খেলার চেষ্টা করছে। আমি মনে করি আমাদের বোলিং আক্রমণটা বিশ্বমানের। ব্যাটারদেরও দেখছি সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করছে।’
দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। শান্তর এই কথা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ। তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই গ্রুপে রয়েছে ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়াটা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের জন্য কতটা কঠিন, সেটা তো বোঝাই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়কদের মতবিনিময় সভা শেষে আজ সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘আমার মনে হয় যে আমরা এমন একটা দল, যাদেরকে অন্য কেউ যদি হালকাভাবে নেয়, নির্দিষ্ট কোনো দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। সেরকম শক্তি আমাদের আছে কিন্তু। সেটার ওপর ভরসা করে বলতে পারি, আমরা অনেক দূর যেতে পারব।’
ফাহিমের মতে কাগজে-কলমের হিসেবে অনেক কিছু অনুমান করা গেলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেট তো এমনি এক খেলা, যেখানে আমরা কাগজে কলমে হিসেব করে বলতে পারি, এই দল সেই দলের সঙ্গে জিতবে। এই দল চ্যাম্পিয়ন হবে। অন্য দল রানার্সআপ হবে। কিন্তু সেটা তো সেভাবে হয় না। চ্যাম্পিয়ন হতে পারব কি না, এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোনো ব্যাপারেই নিশ্চয়তা নেই। তবে অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। তবে যাবই যে সেই নিশ্চয়তা দেওয়া যায় না।’
ওয়ানডে ম্যাচের হিসেবে অভিজ্ঞতার দিক থেকে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও ভারত থাকছে প্রথম দুইয়ে। চূড়ান্ত দলে থাকা ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে ভারতের হয় ৯২.৬। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ৬৭.৬৭। তাছাড়া ভারত কদিন আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে। সিরিজটি হয়েছে ভারতের মাঠেই। আর বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। যে ওয়েস্ট ইন্ডিজ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘(টুর্নামেন্টটা) খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে যে ইতিবাচক মানসিকতা নিয়ে যাচ্ছি। শুধু ভালো ক্রিকেট না, জিততে যেন পারি। প্রথমে ভারতের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ, তারা ভালো খেলছে। তারা ভালো দল। তারপরও আমার মনে হয় দলের মধ্যে যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ঘরানার ক্রিকেট খেলার চেষ্টা করছে। আমি মনে করি আমাদের বোলিং আক্রমণটা বিশ্বমানের। ব্যাটারদেরও দেখছি সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করছে।’
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
৫ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
৫ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
৬ ঘণ্টা আগে