Ajker Patrika

টেস্ট ক্রিকেটের ধরনটা বোঝেন লিটন

টেস্ট ক্রিকেটের ধরনটা বোঝেন লিটন

টেস্টে দারুণ ছন্দে আছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ঢাকা টেস্টে ভুল করেননি। দারুণ ব্যাটিংয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাম্প্রতিক সময়ে টেস্টে নিজের ধারাবাহিকতা নিয়েও কথা বলেছেন লিটন। বলেছেন, টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা তিনি এখন ভালোই বোঝেন। পাশাপাশি মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর রসায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

দ্বিতীয় দিনে ভালো শুরুর পরও ক্যারিয়ার সেরা ১৪১ রানে ফিরেছেন লিটন। তবে যাওয়ার আগে ধ্বংসস্তূপ থেকে মুশফিককে সঙ্গে নিয়ে উদ্ধার করেছেন দলকে। টেস্টে এমন ছন্দের রহস্য জানতে চাইলে লিটন বলেন, ‘আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন আর কতক্ষণ ব্যাটিং করলে আমার রানগুলো বড় হবে। আমার মনে হয়, ও (অ্যাশলে প্রিন্স) আমাকে যতটুকু বুঝিয়েছিল সেটা আমার কাজের কাজে লেগেছে। আর আমি ওই জিনিসটাই এখন পর্যন্ত অনুসরণ করি।’

মুশফিকের সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ জুটি গড়েছিলেন লিটন। ঢাকাতেও দুজন মিলে দলকে উদ্ধার করেছেন। মুশফিকের সঙ্গে বোঝাপড়া নিয়ে লিটন বলেন, ‘ভাইয়ার (মুশফিক) সঙ্গে অনেকগুলো ম্যাচেই আমার মোটামুটি দেড় শর মতো পার্টনারশিপ হয়েছে। এটা তো ভালো দিক। একটা জিনিস চিন্তা করেছিলাম যে, মিরপুরে ম্যাচে থাকতে হলে ৩০০ রান করতেই হবে। আমরা যখন ব্যাটিং করি আমাদের মাথায় ছিল, যত লম্বা ব্যাটিং করা যায়। তবে আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে। তখন আমার আর মুশি ভাইয়ের একটি জিনিসই ছিল, যত লম্বা খেলা যায়। যত বেশি রান দেওয়া যায় বোর্ডে ততই আমাদের জন্য ভালো। আমরা ওটাই চেষ্টা করেছি।’

ছন্দহীনতায় কদিন আগেও সমালোচনার মুখে ছিলেন। তবে এবার মুদ্রার অন্য পিঠ দেখছেন লিটন। ক্রিকেটে এটা স্বাভাবিক বলেই মনে করছেন তিনি, ‘চেষ্টা তো সব সময় করি। তবে কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। তো এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করছি, কালকে আবার খারাপ হলেও হতে পারে। এটা মেনে নিয়েই জীবন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত