ক্রীড়া ডেস্ক
বিপিএলে গতকাল তামিম ইকবালের মেজাজ হারানো কথাগুলো নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা। ‘ফেইক ফিল্ডিংয়ের’ কারণে ঢাকা ক্যাপিটালের ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন ফরচুন বরিশালের অধিনায়ক। মাঠে তামিমের সেই আচরণের আজ কথা বলেছেন সাব্বির।
ঘটনা বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। তামিমের সঙ্গে তখন উইকেটে ছিলেন ডেভিড মালান। ঢাকার স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভার করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লং অফে বল পাঠান তামিম। সেখানে ফিল্ডিং করে বল কিছুটা সামনের দিকে ঠেলে দেন বল, তারপর আবার বল পাঠান সাব্বির। ক্রিকেটীয় ভাষায় এটি ফেইক ফিল্ডিং হিসেবে পরিচিত।
সাব্বিরের এমন ফেইক ফিল্ডিংয়ে মেজাজ হারান তামিম। স্টাম্পের মাইকের সৌজন্যে টিভিতে তামিমকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, আমার সঙ্গে বেশি লাগতে যেও না।’ এ ছাড়া আরও কিছু একটা বলেছিলেন তিনি। তবে সেটি স্পষ্ট শোনা যায়নি। তামিমের এই কথার পর লং অফ থেকে কিছুটা সামনে এগিয়ে আসার চেষ্টা করেন সাব্বিরও। তবে তাঁকে ফেরান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ভূমিকা পালন করেন ফিল্ড আম্পায়ারও।
আজ তামিমের সেই আচরণ নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে মুখ খুললেন সাব্বির। তামিমের প্রতি সম্মান রেখেই বললেন, ‘দেখুন, মাঠের মধ্যে যে ঘটনা হোক, সেটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, শ্রদ্ধাশীল বড় ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আর আসবেও না আমি জানি। হিট অব দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আমিও তাতে কিছু মনে করিনি। ছোট ভাই হিসেবে...আর উনি খুবই ক্লোজ বড়ভাই আমার। ওনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমার। আশা করি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে।’
গতকালের ম্যাচটি অবশ্য তামিমের বরিশালের কাছে ৮ উইকেটে হেরে যায় সাব্বিরদের ঢাকা। বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সাব্বির বললেন, ‘এবারের বিপিএল শেষে, বিপিএল শেষ করে আমি নিজেকে সর্বোচ্চ ছক্কার মালিক ও সর্বোচ্চ স্ট্রাইকরেট ওয়ালা ক্রিকেটার হিসেবে।’ ব্যাট হাতে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে এক ফিফটিতে ১২৪ রান সাব্বিরের। নজরকাড়া স্ট্রাইকরেট ২০০.০০। ছক্কা মরেছেন ১৪ টি। অন্তত ১০০ রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে তাঁর স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি।
বিপিএলে গতকাল তামিম ইকবালের মেজাজ হারানো কথাগুলো নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা। ‘ফেইক ফিল্ডিংয়ের’ কারণে ঢাকা ক্যাপিটালের ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন ফরচুন বরিশালের অধিনায়ক। মাঠে তামিমের সেই আচরণের আজ কথা বলেছেন সাব্বির।
ঘটনা বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। তামিমের সঙ্গে তখন উইকেটে ছিলেন ডেভিড মালান। ঢাকার স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভার করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লং অফে বল পাঠান তামিম। সেখানে ফিল্ডিং করে বল কিছুটা সামনের দিকে ঠেলে দেন বল, তারপর আবার বল পাঠান সাব্বির। ক্রিকেটীয় ভাষায় এটি ফেইক ফিল্ডিং হিসেবে পরিচিত।
সাব্বিরের এমন ফেইক ফিল্ডিংয়ে মেজাজ হারান তামিম। স্টাম্পের মাইকের সৌজন্যে টিভিতে তামিমকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, আমার সঙ্গে বেশি লাগতে যেও না।’ এ ছাড়া আরও কিছু একটা বলেছিলেন তিনি। তবে সেটি স্পষ্ট শোনা যায়নি। তামিমের এই কথার পর লং অফ থেকে কিছুটা সামনে এগিয়ে আসার চেষ্টা করেন সাব্বিরও। তবে তাঁকে ফেরান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ভূমিকা পালন করেন ফিল্ড আম্পায়ারও।
আজ তামিমের সেই আচরণ নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে মুখ খুললেন সাব্বির। তামিমের প্রতি সম্মান রেখেই বললেন, ‘দেখুন, মাঠের মধ্যে যে ঘটনা হোক, সেটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, শ্রদ্ধাশীল বড় ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আর আসবেও না আমি জানি। হিট অব দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আমিও তাতে কিছু মনে করিনি। ছোট ভাই হিসেবে...আর উনি খুবই ক্লোজ বড়ভাই আমার। ওনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমার। আশা করি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে।’
গতকালের ম্যাচটি অবশ্য তামিমের বরিশালের কাছে ৮ উইকেটে হেরে যায় সাব্বিরদের ঢাকা। বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সাব্বির বললেন, ‘এবারের বিপিএল শেষে, বিপিএল শেষ করে আমি নিজেকে সর্বোচ্চ ছক্কার মালিক ও সর্বোচ্চ স্ট্রাইকরেট ওয়ালা ক্রিকেটার হিসেবে।’ ব্যাট হাতে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে এক ফিফটিতে ১২৪ রান সাব্বিরের। নজরকাড়া স্ট্রাইকরেট ২০০.০০। ছক্কা মরেছেন ১৪ টি। অন্তত ১০০ রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে তাঁর স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে