Ajker Patrika

পাকিস্তান ম্যাচের আগে ‘সুখবর’ পেলেন গিল

পাকিস্তান ম্যাচের আগে ‘সুখবর’ পেলেন গিল

আন্তর্জাতিক ক্রিকেটে শুবমান গিলের এ বছরটা শুরু হয়েছে স্বপ্নের মতো। স্বপ্নের মতো শুরু করা বছরে ধাক্কা খেয়েছেন বিশ্বকাপের আগে আগে। ডেঙ্গুজ্বরের কারণে এখনো বিশ্বকাপের একটা ম্যাচও খেলতে পারেননি। আগামীকাল আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছেন তিনি। ২০২৩ সালে দ্বিতীয় বারের মতো মাসসেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় এই ব্যাটার। 

মোহাম্মদ সিরাজ ও ডেভিড মালানকে টপকে ২০২৩ এর সেপ্টেম্বরে মাসসেরা হয়েছেন গিল। সেপ্টেম্বর মাসে গিল ৮০ গড় ও ৯৯.৩৭ স্ট্রাইকরেটে আট ওয়ানডেতে করেছেন ৪৮০ রান। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সেঞ্চুরি দুটির মধ্যে একটি এসেছে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। কলম্বোতে সেই ম্যাচে ১২১ রান করেন। এরপর ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৪ রান। সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হয়ে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়ে খুবই উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ও দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। এই পুরস্কার আমাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে।’ 

গিলের প্রতিদ্বন্দ্বী সিরাজ, মালানও সেপ্টেম্বরে দুর্দান্ত খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ম্যাচ খেলে ৫০.৮৩ গড় ও ১০২.৩৪ স্ট্রাইকরেটে করেছেন ৩০৫ রান। যার মধ্যে ৩ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৭৭ রান। অন্যদিকে সেপ্টেম্বরে ৬ ওয়ানডেতে ৫.৩৭ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। 

২০২৩ সালে তিন সংস্করণ মিলে গিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। ৩৬ ম্যাচের ৩৯ ইনিংসে ৫১.৮৮ গড়ে করেছেন ১৭৬৪ রান। ৭ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। যার মধ্যে ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ১২৩০ রান। এ বছরের জানুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন জানুয়ারি মাসেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত