আন্তর্জাতিক ক্রিকেটে শুবমান গিলের এ বছরটা শুরু হয়েছে স্বপ্নের মতো। স্বপ্নের মতো শুরু করা বছরে ধাক্কা খেয়েছেন বিশ্বকাপের আগে আগে। ডেঙ্গুজ্বরের কারণে এখনো বিশ্বকাপের একটা ম্যাচও খেলতে পারেননি। আগামীকাল আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছেন তিনি। ২০২৩ সালে দ্বিতীয় বারের মতো মাসসেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় এই ব্যাটার।
মোহাম্মদ সিরাজ ও ডেভিড মালানকে টপকে ২০২৩ এর সেপ্টেম্বরে মাসসেরা হয়েছেন গিল। সেপ্টেম্বর মাসে গিল ৮০ গড় ও ৯৯.৩৭ স্ট্রাইকরেটে আট ওয়ানডেতে করেছেন ৪৮০ রান। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সেঞ্চুরি দুটির মধ্যে একটি এসেছে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। কলম্বোতে সেই ম্যাচে ১২১ রান করেন। এরপর ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৪ রান। সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হয়ে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়ে খুবই উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ও দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। এই পুরস্কার আমাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে।’
গিলের প্রতিদ্বন্দ্বী সিরাজ, মালানও সেপ্টেম্বরে দুর্দান্ত খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ম্যাচ খেলে ৫০.৮৩ গড় ও ১০২.৩৪ স্ট্রাইকরেটে করেছেন ৩০৫ রান। যার মধ্যে ৩ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৭৭ রান। অন্যদিকে সেপ্টেম্বরে ৬ ওয়ানডেতে ৫.৩৭ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
২০২৩ সালে তিন সংস্করণ মিলে গিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। ৩৬ ম্যাচের ৩৯ ইনিংসে ৫১.৮৮ গড়ে করেছেন ১৭৬৪ রান। ৭ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। যার মধ্যে ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ১২৩০ রান। এ বছরের জানুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন জানুয়ারি মাসেই।
আন্তর্জাতিক ক্রিকেটে শুবমান গিলের এ বছরটা শুরু হয়েছে স্বপ্নের মতো। স্বপ্নের মতো শুরু করা বছরে ধাক্কা খেয়েছেন বিশ্বকাপের আগে আগে। ডেঙ্গুজ্বরের কারণে এখনো বিশ্বকাপের একটা ম্যাচও খেলতে পারেননি। আগামীকাল আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছেন তিনি। ২০২৩ সালে দ্বিতীয় বারের মতো মাসসেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় এই ব্যাটার।
মোহাম্মদ সিরাজ ও ডেভিড মালানকে টপকে ২০২৩ এর সেপ্টেম্বরে মাসসেরা হয়েছেন গিল। সেপ্টেম্বর মাসে গিল ৮০ গড় ও ৯৯.৩৭ স্ট্রাইকরেটে আট ওয়ানডেতে করেছেন ৪৮০ রান। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সেঞ্চুরি দুটির মধ্যে একটি এসেছে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। কলম্বোতে সেই ম্যাচে ১২১ রান করেন। এরপর ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৪ রান। সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হয়ে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়ে খুবই উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ও দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। এই পুরস্কার আমাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে।’
গিলের প্রতিদ্বন্দ্বী সিরাজ, মালানও সেপ্টেম্বরে দুর্দান্ত খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ম্যাচ খেলে ৫০.৮৩ গড় ও ১০২.৩৪ স্ট্রাইকরেটে করেছেন ৩০৫ রান। যার মধ্যে ৩ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৭৭ রান। অন্যদিকে সেপ্টেম্বরে ৬ ওয়ানডেতে ৫.৩৭ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
২০২৩ সালে তিন সংস্করণ মিলে গিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। ৩৬ ম্যাচের ৩৯ ইনিংসে ৫১.৮৮ গড়ে করেছেন ১৭৬৪ রান। ৭ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। যার মধ্যে ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ১২৩০ রান। এ বছরের জানুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন জানুয়ারি মাসেই।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে