ক্রীড়া ডেস্ক
শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
ায়োর্কা-বার্সেলোনা ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো। ২৩ মিনিটে ফরোয়ার্ড ফেরান তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যায়। এই গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, সে সময় মায়োর্কা অধিনায়ক আন্তোনিও হোসে রাইলো অ্যারেনাসের মুখে আঘাত করেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তবু রেফারি সেসময় খেলা চালিয়ে গেছেন এবং তোরেস গোল করেন। যদিও মায়োর্কার ফুটবলাররা তখন ঘিরে ধরেন রেফারি মোন্তেরোকে।
এখানেই শেষ নয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা। ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন মায়োর্কার দুই ফুটবলার মানু মোরলেনস ও ভেদাত মুরিকি। যেখানে মোরলেনস লাল কার্ড দেখেছেন দুটি হলুদ কার্ডের কারণে। মুরিকি লাল কার্ড দেখেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পা দিয়ে আঘাত করায়। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিএআর দেখে সেটা বদলে লাল কার্ডে পরিণত হয়েছে। ম্যাচ শেষে মায়োর্কা ডিফেন্ডার রাইওলা বলেন, ‘ছোটখাট অনেক ভুল হয়েছে। সবগুলো আমাদের বিপক্ষে গেছে। সবচেয়ে খারাপ লেগেছে একটি ঘটনায়। ফেরান গোল করার আগেই রেফারি খেলা চালানোর ইঙ্গিত দিল। মোরের ওপর রাফিনিয়া চ্যালেঞ্জ করল। সেটাতে লাল কার্ড দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে মুরিকিকে দেখানো হয়েছে লাল কার্ড।’
রাইওলার মতে কোনো ফুটবলার অসুস্থ হলে খেলা সেখানে বন্ধ রাখা উচিত। মায়োর্কা অধিনায়ক তখন নিজের উদাহরণ টেনে এনেছেন। বিতর্কিত রেফারিং নিয়ে রাইওলা বলেন, ‘ফুটবলারদের মাঠের বাইরে বের করে দেওয়ার কিছু নিয়ম তো আছে। রেফারির সেগুলো অনুসরণ করা উচিত। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে খেলা সেখানেই থেমে যাওয়া উচিত।’
২৩ মিনিটে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে গেলেও তৃতীয় গোল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গাভির অ্যাসিস্টে গোল করেন ইয়ামাল। প্রথমার্ধে ৯ জনের দলে পরিণত হওয়া মায়োর্কা তখন গোল বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন রাইওলা। মায়োর্কা অধিনায়ক বলেন, ‘আমাদের ৯ ফুটবলার দ্বিতীয়ার্ধে গর্বের জন্য খেলেছে। আমরা দ্বিতীয়ার্ধে গোল হজম করতে চাইনি। প্রায় সফল হয়েই গিয়েছিলাম। তবে তারা দেরিতে একটা গোল করেছে। ১১ ফুটবলার নিয়ে খেলতে পারিনি দেখে সত্যিই অনেক খারাপ লাগছে।’
বার্সেলোনার হয়ে গত রাতেই অভিষেক হয়েছে গোলরক্ষক গার্সিয়া ও ফরোয়ার্ড মারকাশ রাশফোর্ডের। তবে রাশফোর্ড শুরুর একাদশে ছিলেন না। ৬৯ মিনিটে তোরেসের বদলি হিসেবে নামেন রাশফোর্ড। ৭ মিনিটে রাফিনিয়া ম্যাচে প্রথম গোল করেন। অপর দুই গোল করেন তোরেস ও ইয়ামাল।
শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
ায়োর্কা-বার্সেলোনা ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো। ২৩ মিনিটে ফরোয়ার্ড ফেরান তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যায়। এই গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, সে সময় মায়োর্কা অধিনায়ক আন্তোনিও হোসে রাইলো অ্যারেনাসের মুখে আঘাত করেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তবু রেফারি সেসময় খেলা চালিয়ে গেছেন এবং তোরেস গোল করেন। যদিও মায়োর্কার ফুটবলাররা তখন ঘিরে ধরেন রেফারি মোন্তেরোকে।
এখানেই শেষ নয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা। ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন মায়োর্কার দুই ফুটবলার মানু মোরলেনস ও ভেদাত মুরিকি। যেখানে মোরলেনস লাল কার্ড দেখেছেন দুটি হলুদ কার্ডের কারণে। মুরিকি লাল কার্ড দেখেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পা দিয়ে আঘাত করায়। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিএআর দেখে সেটা বদলে লাল কার্ডে পরিণত হয়েছে। ম্যাচ শেষে মায়োর্কা ডিফেন্ডার রাইওলা বলেন, ‘ছোটখাট অনেক ভুল হয়েছে। সবগুলো আমাদের বিপক্ষে গেছে। সবচেয়ে খারাপ লেগেছে একটি ঘটনায়। ফেরান গোল করার আগেই রেফারি খেলা চালানোর ইঙ্গিত দিল। মোরের ওপর রাফিনিয়া চ্যালেঞ্জ করল। সেটাতে লাল কার্ড দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে মুরিকিকে দেখানো হয়েছে লাল কার্ড।’
রাইওলার মতে কোনো ফুটবলার অসুস্থ হলে খেলা সেখানে বন্ধ রাখা উচিত। মায়োর্কা অধিনায়ক তখন নিজের উদাহরণ টেনে এনেছেন। বিতর্কিত রেফারিং নিয়ে রাইওলা বলেন, ‘ফুটবলারদের মাঠের বাইরে বের করে দেওয়ার কিছু নিয়ম তো আছে। রেফারির সেগুলো অনুসরণ করা উচিত। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে খেলা সেখানেই থেমে যাওয়া উচিত।’
২৩ মিনিটে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে গেলেও তৃতীয় গোল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গাভির অ্যাসিস্টে গোল করেন ইয়ামাল। প্রথমার্ধে ৯ জনের দলে পরিণত হওয়া মায়োর্কা তখন গোল বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন রাইওলা। মায়োর্কা অধিনায়ক বলেন, ‘আমাদের ৯ ফুটবলার দ্বিতীয়ার্ধে গর্বের জন্য খেলেছে। আমরা দ্বিতীয়ার্ধে গোল হজম করতে চাইনি। প্রায় সফল হয়েই গিয়েছিলাম। তবে তারা দেরিতে একটা গোল করেছে। ১১ ফুটবলার নিয়ে খেলতে পারিনি দেখে সত্যিই অনেক খারাপ লাগছে।’
বার্সেলোনার হয়ে গত রাতেই অভিষেক হয়েছে গোলরক্ষক গার্সিয়া ও ফরোয়ার্ড মারকাশ রাশফোর্ডের। তবে রাশফোর্ড শুরুর একাদশে ছিলেন না। ৬৯ মিনিটে তোরেসের বদলি হিসেবে নামেন রাশফোর্ড। ৭ মিনিটে রাফিনিয়া ম্যাচে প্রথম গোল করেন। অপর দুই গোল করেন তোরেস ও ইয়ামাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
১ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
২ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৩ ঘণ্টা আগেনেপালকে গতকাল ৩২ রানে হারিয়ে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ রয়েছে আজও।
৪ ঘণ্টা আগে