ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)। ৮ মাস পেরোলেও বাবর-রিজওয়ানের ফেরা হলো না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
২০২৫ এশিয়া কাপের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফখর জামানের চোটের কারণে বাবরের ফেরার যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটা গুঞ্জনই থেকে গেল। এশিয়া কাপের দলে বাবরের মতো জায়গা হলো না রিজওয়ানেরও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। টপ অর্ডারে থাকছেন সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহানের মতো বিধ্বংসী ব্যাটাররা।
মিডল অর্ডারে অধিনায়ক সালমানের সঙ্গে থাকছেন হাসান নাওয়াজ-খুশদিল শাহর মতো তারকারা। ছক্কা মারতে যে হাসান নাওয়াজ বেশি পছন্দ করেন, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাটিং করে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন তিনি। খুশদিলের কয়েক ওভার বাঁহাতি স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাতের সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
লেগস্পিনার শাদাব খানকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হলো। এশিয়া কাপের দলে জায়গা হয়নি পাকিস্তানি এই লেগস্পিনারের। স্বীকৃত স্পিনার হিসেবে লেগস্পিনার আবরার আহমেদের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিম। এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চার মাস পর ফিরছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের এপ্রিলে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এশিয়া কাপে স্বীকৃত পেসার হিসেবে ওয়াসিমের সঙ্গে থাকছেন হারিস রউফ, হাসান আলী, সালমান মির্জারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে গত মাসে মির্জা বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টিতে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।
এশিয়া কাপ ও আমিরাত-আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, হাসান আলী
পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)। ৮ মাস পেরোলেও বাবর-রিজওয়ানের ফেরা হলো না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
২০২৫ এশিয়া কাপের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফখর জামানের চোটের কারণে বাবরের ফেরার যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটা গুঞ্জনই থেকে গেল। এশিয়া কাপের দলে বাবরের মতো জায়গা হলো না রিজওয়ানেরও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। টপ অর্ডারে থাকছেন সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহানের মতো বিধ্বংসী ব্যাটাররা।
মিডল অর্ডারে অধিনায়ক সালমানের সঙ্গে থাকছেন হাসান নাওয়াজ-খুশদিল শাহর মতো তারকারা। ছক্কা মারতে যে হাসান নাওয়াজ বেশি পছন্দ করেন, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাটিং করে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন তিনি। খুশদিলের কয়েক ওভার বাঁহাতি স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাতের সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
লেগস্পিনার শাদাব খানকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হলো। এশিয়া কাপের দলে জায়গা হয়নি পাকিস্তানি এই লেগস্পিনারের। স্বীকৃত স্পিনার হিসেবে লেগস্পিনার আবরার আহমেদের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিম। এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চার মাস পর ফিরছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের এপ্রিলে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এশিয়া কাপে স্বীকৃত পেসার হিসেবে ওয়াসিমের সঙ্গে থাকছেন হারিস রউফ, হাসান আলী, সালমান মির্জারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে গত মাসে মির্জা বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টিতে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।
এশিয়া কাপ ও আমিরাত-আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, হাসান আলী
টানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।
২৭ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
১ ঘণ্টা আগেকলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের পর খেই হারাতে থাকে বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। খাদের কিনারায় থাকা দলটির এখন শেষ দুই ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।
১ ঘণ্টা আগেকারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
১৩ ঘণ্টা আগে