Ajker Patrika

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাস্তবতা বোঝাল ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাস্তবতা বোঝাল ইংল্যান্ড

একদল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আরেকদল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন। দুই দুলের ম্যাচটা যতটা উত্তাপ ছড়ানোর কথা ছিল তার ছিটেফোঁটাও দেখা গেল না। নিরুত্তাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ৫৬ রানের লক্ষ্যাটা ৭০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। স্বল্প পুঁজি তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ২১ রান তুলে ফেলে ইংলিশরা। ১১ রানে জেশন রয় বিদায় নিলেও ২৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার জশ বাটলার। এই রান তুলতেও চার উইকেট হারিয়েছে ইংলিশরা। ক্যারিবিয়ানদের হয়ে দুইটি উইকেট নেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে হওয়া এই ম্যাচে ১৪.২ ওভার খেলতে পারে ক্যারিবিয়ানরা। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ৪৫ রানে অলআউট হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা দলটি। 

অথচ ইনিংসের প্রথম ওভারে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মঈন আলীর করা প্রথম ওভারে এক ছক্কায় সাত রান নিলেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও এভিন লুইস। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভার থেকেই শুরু ইনিংসে মড়ক লাগা। ওভারের তৃতীয় বলে ৬ রানে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লুইস। 

তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার সিমন্সও। ৩ রান করে ক্যাচ দেন লিয়াম লিভিংস্টোনকে। দুই ওপেনার ফিরতেই উইকেটে বেশি সময় থাকেননি বাকিরাও। স্বল্প সময়ের জন্য উইকেটে এলেন, ফিরে গেলেন দ্রুতই। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে ক্রিস গেইলই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ‘ইউনিভার্সাল বস’ আউট হয়েছেন ১৩ রান করে। আন্দ্রে রাসেল রানের খাতাই খুলতে পারেননি। আদিল রশিদের সোজা বল তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে ভেঙেছে উইকেট! 

ইংল্যান্ডের পাঁচ বোলারের সবাই কম-বেশি উইকেট পেয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের বেশি যন্ত্রণা দিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। ১৪ বলে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন রশিদ! মঈন আলী ও টাইমাল মিলস-দুজনেই ১৭ রানে নিয়েছেন দুটি করে উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত