Ajker Patrika

পাকিস্তান লিগে দুই ম্যাচ খেলেই সবার ওপরে রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১: ৪১
দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

প্রথমবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েই কাঁপিয়ে দিচ্ছেন রিশাদ হোসেন। ঘূর্ণিজাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বাংলাদেশি এই লেগস্পিনার। পিএসএলে তাঁর দল লাহোর কালান্দার্সও জিতে চলেছে একের পর এক ম্যাচ।

প্রয়োজনের মুহূর্তে উইকেট নিয়ে এবার ম্যাচের মোড় ঘুড়িয়ে দিচ্ছেন রিশাদ। রাওয়ালপিন্ডির পর গত রাতে করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও দেখালেন তাঁর স্পিন ভেলকি। করাচি কিংসের বিপক্ষে এবার ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। গতকাল ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে একপ্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে।

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার।

এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর। দলটির নেট রানরেট ‍+২.০৫১।

করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ের পর রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’ রিশাদ দুই ম্যাচে তিনটি করে ৬ উইকেট নিলেও দুবারই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফখর জামান। গত রাতে করাচি কিংসের বিপক্ষে করেছেন ৪৭ বলে ৭৬ রান।

২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি ছয় বোলার

দল উইকেট ইকোনমি

রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২

আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭

শাদাব খান ইসলামাবাদ ৫ ৭.৩৬

জেসন হোল্ডার ইসলামাবাদ ৫ ৭.৬৬

শাহিন শাহ আফ্রিদি লাহোর ৫ ৭.৮০

হাসান আলী করাচি ৫ ৯.০০

*২০২৫-এর ১৫ এপ্রিল লাহোর-করাচি ম্যাচ পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত