ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে একের পর এক সুখবর পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাংকিংয়ে এসেছিলেন সেরা তিনে। এবার উইজডেনের ২০২২ ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ডিসেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ-ভারত। ১৪১ গড় ও ১১১.০২ স্ট্রাইক রেটে করেছিলেন ১৪১ রান, যার মধ্যে ১টা সেঞ্চুরিও রয়েছে। ৬.৫৫ ইকোনমি ও ৪১.২৫ গড়ে নিয়েছিলেন ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। আর এ বছরে ১৫ ওয়ানডেতে করেছিলেন ৩৩০ রান ও ২৪ উইকেট পেয়েছিলেন।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে আছেন দুই পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হক ও বাবর আজম। দুজনে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এই বছর। ২য় উইকেট জুটিতে ২৯ ম্যাচে ৭৫.১৭ গড়ে ২১০৫ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটার, যার মধ্যে ৮টা জুটি ১০০ পেরিয়েছে। বাবর এ বছর ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের মতো ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আছেন দুজন করে ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার আছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
১। ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ১১২.২৪
২। ইমাম-উল-হক (পাকিস্তান): ৮ ম্যাচ, ৫০৫ রান, গড়: ৭২.১৪, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ৯৪.৭৪
৩। বাবর আজম (পাকিস্তান): ৯ ম্যাচ, ৬৭৯ রান, গড়: ৮৪.৮৭, সেঞ্চুরি: ৩, স্ট্রাইকরেট: ৯০.৭৭
৪। শ্রেয়াস আইয়ার (ভারত): ১৭ ম্যাচ, ৭২৪ রান, গড়: ৫৫.৬৯, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ৯১.৫২
৫। টম লাথাম (নিউজিল্যান্ড): ১৫ ম্যাচ, ৫৫৮ রান, গড়: ৫৫.৮০, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ১০১.২৭
৬। রাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা): ৯ ম্যাচ, ৪৭৬ রান, গড়: ৭৯.৩৩, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ১০০.৪২
৭। মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ): ১৫ ম্যাচ, ৩৩০ রান, গড়: ৬৬, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ৮৪.১২, উইকেট: ২৪, বোলিং গড়: ২৮.২০, ইকোনমি: ৫.৪৪
৮। আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ): ১৭ ম্যাচ, উইকেট: ২৭, বোলিং গড়: ২৫.৭০, ইকোনমি: ৪.৬১
৯। অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ১২ ম্যাচ, উইকেট: ৩০, বোলিং গড়: ১৭.৫৩, ইকোনমি: ৪.৯৯
১০। মোহাম্মদ সিরাজ (ভারত): ১৫ ম্যাচ, উইকেট: ২৪, বোলিং গড়: ২৩.৫০, ইকোনমি: ৪.৬২
১১। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৬ ম্যাচ, উইকেট: ১৮, বোলিং গড়: ১২.৩৮, ইকোনমি: ৩.৯৯
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে একের পর এক সুখবর পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাংকিংয়ে এসেছিলেন সেরা তিনে। এবার উইজডেনের ২০২২ ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ডিসেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ-ভারত। ১৪১ গড় ও ১১১.০২ স্ট্রাইক রেটে করেছিলেন ১৪১ রান, যার মধ্যে ১টা সেঞ্চুরিও রয়েছে। ৬.৫৫ ইকোনমি ও ৪১.২৫ গড়ে নিয়েছিলেন ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। আর এ বছরে ১৫ ওয়ানডেতে করেছিলেন ৩৩০ রান ও ২৪ উইকেট পেয়েছিলেন।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে আছেন দুই পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হক ও বাবর আজম। দুজনে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এই বছর। ২য় উইকেট জুটিতে ২৯ ম্যাচে ৭৫.১৭ গড়ে ২১০৫ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটার, যার মধ্যে ৮টা জুটি ১০০ পেরিয়েছে। বাবর এ বছর ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের মতো ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আছেন দুজন করে ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার আছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
১। ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ১১২.২৪
২। ইমাম-উল-হক (পাকিস্তান): ৮ ম্যাচ, ৫০৫ রান, গড়: ৭২.১৪, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ৯৪.৭৪
৩। বাবর আজম (পাকিস্তান): ৯ ম্যাচ, ৬৭৯ রান, গড়: ৮৪.৮৭, সেঞ্চুরি: ৩, স্ট্রাইকরেট: ৯০.৭৭
৪। শ্রেয়াস আইয়ার (ভারত): ১৭ ম্যাচ, ৭২৪ রান, গড়: ৫৫.৬৯, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ৯১.৫২
৫। টম লাথাম (নিউজিল্যান্ড): ১৫ ম্যাচ, ৫৫৮ রান, গড়: ৫৫.৮০, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ১০১.২৭
৬। রাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা): ৯ ম্যাচ, ৪৭৬ রান, গড়: ৭৯.৩৩, সেঞ্চুরি: ২, স্ট্রাইকরেট: ১০০.৪২
৭। মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ): ১৫ ম্যাচ, ৩৩০ রান, গড়: ৬৬, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ৮৪.১২, উইকেট: ২৪, বোলিং গড়: ২৮.২০, ইকোনমি: ৫.৪৪
৮। আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ): ১৭ ম্যাচ, উইকেট: ২৭, বোলিং গড়: ২৫.৭০, ইকোনমি: ৪.৬১
৯। অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ১২ ম্যাচ, উইকেট: ৩০, বোলিং গড়: ১৭.৫৩, ইকোনমি: ৪.৯৯
১০। মোহাম্মদ সিরাজ (ভারত): ১৫ ম্যাচ, উইকেট: ২৪, বোলিং গড়: ২৩.৫০, ইকোনমি: ৪.৬২
১১। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৬ ম্যাচ, উইকেট: ১৮, বোলিং গড়: ১২.৩৮, ইকোনমি: ৩.৯৯
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
৯ মিনিট আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১ ঘণ্টা আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
২ ঘণ্টা আগে