Ajker Patrika

বিশ্বকাপে যাঁকে মিস করবেন সাকিব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ০৮
বিশ্বকাপে যাঁকে মিস করবেন সাকিব

চোট পাওয়ার আগে সর্বশেষ এক বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ইবাদত হোসেন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন এই পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিশ্চিতভাবেই বিশ্বকাপের স্কোয়াডে থাকতেন তিনি।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে পারতেন ইবাদত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ায় তাঁর সেই স্বপ্ন শেষ হয়। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। তাঁর এমন আশা ভঙ্গ হওয়ায় মন খারাপ হয়েছে সাকিব আল হাসানেরও। দেশ ছাড়ার আগে টি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিশ্বকাপে ইবাদতকে মিস করার কথা জানিয়েছেন সাকিব।

সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের এই দল নিয়ে কোন জায়গায় স্বস্তি এবং অস্বস্তি আছে তাঁর। এর উত্তরে সাকিব বলেছেন,‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং।’

বিশ্বকাপে ইবাদতকে মিস করার কথা জানিয়েছেন সাকিবইবাদতকে মিস করার ব্যাখ্যাও দিয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এবারের বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, দলে আর কোনো দুর্বলতা নেই।’

বিশ্বকাপের স্কোয়াডে পাওয়া ১৫ জনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত, এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে। এটা তাদের জন্য বড় একটা সুযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত