‘এটা অনেকটা জেতার মতো অনুভূত হচ্ছে’—এজবাস্টনে হারের পর শিষ্যদের উদ্দেশে কথাটা ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের। উইজডেনে লেখা নিজের এক কলামে এটি জানিয়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। হারের পরও ম্যাককালামের এই আনন্দ অনুভূতি বিস্ময়ের মতো ঠেকছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে।
ক্লার্ক বুঝতেই পারছেন না, হার কীভাবে জেতার অনুভূতি দেয়। সেই কলামে ম্যাককালামকে উদ্ধৃতি করে রবিনসন আরও লেখেন, ‘আমরা বিশ্বকে আনন্দ দিয়েছি। অস্ট্রেলিয়াকে চাপে রেখেছি।’ তবে ব্যাপারটা ঠিক মানতে পারছেন না ক্লার্ক। শিষ্যদের উদ্দেশে ম্যাককালামের এই মন্তব্য নিয়ে তিনি পাল্টা বলেছেন, ‘আমার কাছে মনে হয়, জিতলে জেতার অনুভূতি হবে। হারলে হারার অনুভূতি হবে। আপনি যদি ড্র করেন, তাহলেও মানা যেত কথাটা। কিন্তু আপনি তো আসলে হেরে গেছেন।’
এমন কিছু আগে কখনো শোনেননি জানিয়ে ক্লার্ক আরও বলেছেন, ‘হারলে কীভাবে জেতার অনুভূতি হয়? হয়তো অন্য কোনো অনুভূতি যেটা আমি প্রথমবার শুনছি বলে মনে হচ্ছে।’ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শেষে উসমান খাজা-রবিনসন ইস্যু এমনিতে উত্তাপ ছড়াচ্ছে। আগামী পরশু লর্ডসে দ্বিতীয় টেস্টের আগে ক্লার্কের এই কথা নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।
ক্লার্ক অবশ্য শুধু ম্যাককালামের কথার উত্তর দিয়ে থামেননি। রবিনসনের প্রতি সাবেক অস্ট্রেলিয়ানদের গত কদিন ধরে চলা ‘যুদ্ধে’ সর্বশেষ যুক্ত হলেন তিনিও। জফরা আর্চার-মার্ক উডরা পুরো ফিট থাকলে তাঁর একাদশেই জায়গা হতো না বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড যদি পুরোপুরি ফিট থাকত, সে একটা ম্যাচও খেলতে পারত বলে মনে হয় না। আর্চার যদি খেলত বা উড যদি পুরোপুরি ফিট থাকত, তাকে পুরোনো সঙ্গী ক্লাবের হয়েই খেলতে হতো।’
‘এটা অনেকটা জেতার মতো অনুভূত হচ্ছে’—এজবাস্টনে হারের পর শিষ্যদের উদ্দেশে কথাটা ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের। উইজডেনে লেখা নিজের এক কলামে এটি জানিয়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। হারের পরও ম্যাককালামের এই আনন্দ অনুভূতি বিস্ময়ের মতো ঠেকছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে।
ক্লার্ক বুঝতেই পারছেন না, হার কীভাবে জেতার অনুভূতি দেয়। সেই কলামে ম্যাককালামকে উদ্ধৃতি করে রবিনসন আরও লেখেন, ‘আমরা বিশ্বকে আনন্দ দিয়েছি। অস্ট্রেলিয়াকে চাপে রেখেছি।’ তবে ব্যাপারটা ঠিক মানতে পারছেন না ক্লার্ক। শিষ্যদের উদ্দেশে ম্যাককালামের এই মন্তব্য নিয়ে তিনি পাল্টা বলেছেন, ‘আমার কাছে মনে হয়, জিতলে জেতার অনুভূতি হবে। হারলে হারার অনুভূতি হবে। আপনি যদি ড্র করেন, তাহলেও মানা যেত কথাটা। কিন্তু আপনি তো আসলে হেরে গেছেন।’
এমন কিছু আগে কখনো শোনেননি জানিয়ে ক্লার্ক আরও বলেছেন, ‘হারলে কীভাবে জেতার অনুভূতি হয়? হয়তো অন্য কোনো অনুভূতি যেটা আমি প্রথমবার শুনছি বলে মনে হচ্ছে।’ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শেষে উসমান খাজা-রবিনসন ইস্যু এমনিতে উত্তাপ ছড়াচ্ছে। আগামী পরশু লর্ডসে দ্বিতীয় টেস্টের আগে ক্লার্কের এই কথা নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।
ক্লার্ক অবশ্য শুধু ম্যাককালামের কথার উত্তর দিয়ে থামেননি। রবিনসনের প্রতি সাবেক অস্ট্রেলিয়ানদের গত কদিন ধরে চলা ‘যুদ্ধে’ সর্বশেষ যুক্ত হলেন তিনিও। জফরা আর্চার-মার্ক উডরা পুরো ফিট থাকলে তাঁর একাদশেই জায়গা হতো না বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড যদি পুরোপুরি ফিট থাকত, সে একটা ম্যাচও খেলতে পারত বলে মনে হয় না। আর্চার যদি খেলত বা উড যদি পুরোপুরি ফিট থাকত, তাকে পুরোনো সঙ্গী ক্লাবের হয়েই খেলতে হতো।’
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে