Ajker Patrika

খুনের জেরে পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তা বাড়াল শ্রীলঙ্কা

খুনের জেরে পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তা বাড়াল শ্রীলঙ্কা

পাকিস্তানের শিয়ালকোটে খুন হয়েছেন একজন শ্রীলঙ্কার নাগরিক। এই খুনের জেরে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে আসা পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, মোহাম্মদ উমর, শোয়েব মাকসুদ, উসমান শিনওয়ারি, আহমেদ শেহজাদ, আনোয়ার আলি এবং মোহাম্মদ ইরফানরা এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন। গত পরশু শুরু হওয়া এই লিগ চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। সবমিলিয়ে হবে ২৪টি ম্যাচ। টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরু হয়। সেখানে শ্রীলঙ্কার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছিল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নেমেছিল গল গ্ল্যাডিয়েটর্স এবং জাফনা কিংস। 

প্রথম ম্যাচে জয় পেয়েছিল গল গ্ল্যাডিয়েটর্স। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে জাফনা কিংসকে ৫৪ রানের হারিয়েছি গলের এই দলটি। প্রথমে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করেছিল তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই ১১০ রানে থামে জাফনা কিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত