Ajker Patrika

ভয় লাগছে না সাকিবের

ভয় লাগছে না সাকিবের

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খুব বেশি দিন হয়নি তানজিম হাসান সাকিবের। মাত্র দুই ওয়ানডে খেলেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। অভিষেকেই এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নেন তিনি।

সেই পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পান সাকিব। তবে প্রথম ম্যাচে উইকেট পাননি। পরের দুই ম্যাচে ছিলেন বিশ্রামে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পরিচিত মুখ না হলেও সাকিবের ঝুলিতে আছে আইসিসি ট্রফি। ২০২০ সালে ভারতকে হারিয়ে জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

সেখানেই নিজের পেস বোলিং প্রতিভার জানান দিয়েছিলেন সাকিব। শিরোপা জিতে স্বপ্ন দেখেছিলেন, একদিন জাতীয় দলে খেলার। সেই স্বপ্ন তো পূরণ হয়েছে। এবার ‘সিনিয়র’দের বিশ্বকাপে খেলারও প্রত্যাশাও হতে যাচ্ছে জুনিয়র সাকিবের। আজ নিজেদের ষষ্ঠ ওয়ানডে খেলতে ভারতে উড়াল দেওয়ার আগে নিজের স্বপ্নপূরণের অনুভূতিও জানালেন তিনি, ‘এটা অসাধারণ একটা অনুভূতি। যখন আমি আমার আব্বু-আম্মু বলেছিলাম, তাঁরাও খুব খুশি হয়েছিল। পাশাপাশি আমি নিজেও অনেক খুশি ছিলাম। প্রথমবারের মতো যাচ্ছি আমি। চেষ্টা করব যত পারা যায় শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা ওখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করব।’ 

যুবা বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো সাকিবের কাছে। এবার ভারতে বড়দের বিশ্বকাপেও ভয়ডরহীন খেলতে চান। ভালো কিছু করার চেষ্টা থাকবেন জানালেন ২০ বছর বয়সী এই পেসার, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সঙ্গে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ, একটা বিশ্বকাপ জিতছি। তাই আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। তাই এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।’ 

ভারতকে হারিয়ে যুবা বিশ্বকাপ জয়। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেই ম্যাচে ভালো খেলার ব্যাপারে সাকিব বললেন, ‘যখন আমি ভারতের সঙ্গে ভালো খেলি তখন আমার একটাই পরিকল্পনা ছিল পরবর্তী যে খেলাগুলো আসবে শুধু ভালো খেলে যাব। নির্বাচক আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই ভালো খেলব। তারা যখন আমাকে বিশ্বকাপের জন্য বাছাই করল সেটা আমি মনে করি আমার জন্য সুবর্ণ সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেয়ার জন্য। আমি ওইটাই চেষ্টা করব যাতে আমি দেশকে সর্বোচ্চটা দিতে পারি। আমি আমার থেকে শতভাগ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ আমার সঙ্গে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত