২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।
সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।
তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।
২০২৪ বিপিএলের সেঞ্চুরি:
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।
সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।
তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।
২০২৪ বিপিএলের সেঞ্চুরি:
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে