Ajker Patrika

স্কটল্যান্ড ক্রিকেটে ৪৪৮টি বর্ণবাদের প্রমাণ মিলেছে

স্কটল্যান্ড ক্রিকেটে ৪৪৮টি বর্ণবাদের প্রমাণ মিলেছে

বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় গতকাল ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।

তদন্ত শেষে আজ সোমবার প্ল্যান৪ স্পোর্ট যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে উঠে এসেছে ভয়াবহ তথ্য। তদন্ত কমিটি স্কটিশ ক্রিকেটে ৪৪৮টি বর্ণবাদের ঘটনার উদাহরণ পেয়েছে। তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, যাঁরা এসব ঘটনা সামনে এনেছেন, তাঁদের হয় এড়িয়ে যাওয়া হয়েছে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বর্ণবাদের আগ্রাসী সংস্কৃতি বিকাশেরও সুযোগ করে দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে প্ল্যান৪ স্পোর্ট তদন্ত শুরু করে। ৮ মাস ধরে সংস্থাটি স্কটিশ ক্রিকেটের বিভিন্ন স্তরের এক হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালায়। যেখানে দেশটির সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মাজিদ হকও ছিলেন। জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা নিজেরাই বর্ণবাদ বা বর্ণবৈষম্যের শিকার হয়েছেন অথবা ভুক্তভোগীকে দেখেছেন কিংবা ভুক্তভোগীরা তাঁদেরকে জানিয়েছেন।

প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে প্ল্যান৪ স্পোর্টের ব্যবস্থাপনা পরিচালক লুইস টাইডসওয়েল জানিয়েছেন, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড বর্ণবাদ ও রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, ‘ক্রিকেট স্কটল্যান্ড পরিচালন প্রক্রিয়া ও নেতৃত্ব প্রাতিষ্ঠানিকভাবেই বর্ণবাদে ঠাসা। তদন্ত করার সময় আমরা অনেকের সাহসিকতা দেখেছি। তাঁরা আমাদের কাছে অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। সেসব ঘটনা তাঁদের জীবনে স্পষ্টভাবে প্রভাব ফেলেছে। বাস্তবতা হলো বোর্ডের নেতৃত্বে যারা ছিলেন, তাঁরা সমস্যাগুলো চিহ্নিত করার পরও সমাধান করতে ব্যর্থ হয়েছেন।’

মজিদ হক গত বছরের গত বছরের নভেম্বরে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় বোর্ডের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনার পর স্বাধীন তদন্ত শুরু হয়। ইয়র্কশায়ার কাউন্টি দলে থাকাকালীন সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ আনার পরে এই অভিযোগ করেন মজিদ। 

স্কটিশ বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থার বর্ণবাদ ও বৈষম্যের শিকার সবার কাছে ক্ষমা চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত