ক্রীড়া ডেস্ক
করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আজ। আট দলের এই টুর্নামেন্ট নিয়ে আট অধিনায়ক জানিয়েছেন তাঁদের প্রত্যাশার কথা। তবে প্রত্যেকের এক কথা—ভালো করতে চায় সবাই।
আমরা সামনে এগিয়ে যেতে চাই, কারণ প্রতিটি দলকে প্রতিটি সংস্করণে হারানোর মতো প্রতিভা আমাদের আছে। আমাদের আসন্ন বড় চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়নস ট্রফি। এটি আমাদের জন্য বড় টুর্নামেন্ট এবং আমরা মুখিয়ে আছি।
হাশমতউল্লাহ শহীদি, আফগানিস্তান
আমি মনে করি, আমার দলের সবারই অনন্য দক্ষতা রয়েছে। আমার কাছে নেতৃত্ব দেওয়া মানে হলো, তাদের সবার সঙ্গে যোগাযোগ রাখা এবং সঠিক সময়ে সেরাটা বের করে আনার চেষ্টা করা।
স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এবার শিরোপা জিততে চাই, কারণ শেষ কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা শিরোপা জেতার কথা ভাবতে পারি, কারণ আমাদের খুবই ভালো দল রয়েছে।
নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ
ব্যক্তিগতভাবে হোক বা দলীয়ভাবে—আমরা এখনো নিজেদের সামর্থ্যের ধারেকাছেও পৌঁছাতে পারিনি। আমরা জানি, আমরা ভালো করতে পারব এবং বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফির বিপজ্জনক দল হয়ে উঠব।
জস বাটলার, ইংল্যান্ড
দলের ভেতর নিজের মতো করে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশ্বকাপই এর সেরা উদাহরণ ছিল এবং আমরা সেই পরিকল্পনায় আস্থা রাখছি। একটা সময়ে সবকিছু পরিকল্পনামতো না-ও হতে পারে, তবে সেটা স্বাভাবিক।
রোহিত শর্মা, ভারত
ত্রিদেশীয় সিরিজ জেতাটা দারুণ ছিল। একেক সময়ে একেক জন পারফর্ম করেছে—যা আমাদের জন্য ভালো দিক। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলার আগপর্যন্ত এর (পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয়) কোনো মূল্য নেই।
মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড
ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে আমরা সবাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করায় এই টুর্নামেন্টকে ঘিরে সবার আগ্রহ বেড়েছে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে আছি আমরা।
মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তান
বিশ্বকাপে ভেবে এগোনোর সময় থাকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে এর সুযোগ নেই। তবে টুর্নামেন্টে আরও একধাপ এগিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
টেম্বা বাভুমা, দক্ষিণ আফ্রিকা
করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আজ। আট দলের এই টুর্নামেন্ট নিয়ে আট অধিনায়ক জানিয়েছেন তাঁদের প্রত্যাশার কথা। তবে প্রত্যেকের এক কথা—ভালো করতে চায় সবাই।
আমরা সামনে এগিয়ে যেতে চাই, কারণ প্রতিটি দলকে প্রতিটি সংস্করণে হারানোর মতো প্রতিভা আমাদের আছে। আমাদের আসন্ন বড় চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়নস ট্রফি। এটি আমাদের জন্য বড় টুর্নামেন্ট এবং আমরা মুখিয়ে আছি।
হাশমতউল্লাহ শহীদি, আফগানিস্তান
আমি মনে করি, আমার দলের সবারই অনন্য দক্ষতা রয়েছে। আমার কাছে নেতৃত্ব দেওয়া মানে হলো, তাদের সবার সঙ্গে যোগাযোগ রাখা এবং সঠিক সময়ে সেরাটা বের করে আনার চেষ্টা করা।
স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এবার শিরোপা জিততে চাই, কারণ শেষ কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা শিরোপা জেতার কথা ভাবতে পারি, কারণ আমাদের খুবই ভালো দল রয়েছে।
নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ
ব্যক্তিগতভাবে হোক বা দলীয়ভাবে—আমরা এখনো নিজেদের সামর্থ্যের ধারেকাছেও পৌঁছাতে পারিনি। আমরা জানি, আমরা ভালো করতে পারব এবং বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফির বিপজ্জনক দল হয়ে উঠব।
জস বাটলার, ইংল্যান্ড
দলের ভেতর নিজের মতো করে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশ্বকাপই এর সেরা উদাহরণ ছিল এবং আমরা সেই পরিকল্পনায় আস্থা রাখছি। একটা সময়ে সবকিছু পরিকল্পনামতো না-ও হতে পারে, তবে সেটা স্বাভাবিক।
রোহিত শর্মা, ভারত
ত্রিদেশীয় সিরিজ জেতাটা দারুণ ছিল। একেক সময়ে একেক জন পারফর্ম করেছে—যা আমাদের জন্য ভালো দিক। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলার আগপর্যন্ত এর (পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয়) কোনো মূল্য নেই।
মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড
ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে আমরা সবাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করায় এই টুর্নামেন্টকে ঘিরে সবার আগ্রহ বেড়েছে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে আছি আমরা।
মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তান
বিশ্বকাপে ভেবে এগোনোর সময় থাকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে এর সুযোগ নেই। তবে টুর্নামেন্টে আরও একধাপ এগিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
টেম্বা বাভুমা, দক্ষিণ আফ্রিকা
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৯ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১২ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১২ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১৩ ঘণ্টা আগে