Ajker Patrika

৮ অধিনায়কের ‘এক’ কথা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০৬
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আজ। আট দলের এই টুর্নামেন্ট নিয়ে আট অধিনায়ক জানিয়েছেন তাঁদের প্রত্যাশার কথা। তবে প্রত্যেকের এক কথা—ভালো করতে চায় সবাই।

আমরা সামনে এগিয়ে যেতে চাই, কারণ প্রতিটি দলকে প্রতিটি সংস্করণে হারানোর মতো প্রতিভা আমাদের আছে। আমাদের আসন্ন বড় চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়নস ট্রফি। এটি আমাদের জন্য বড় টুর্নামেন্ট এবং আমরা মুখিয়ে আছি।

হাশমতউল্লাহ শহীদি, আফগানিস্তান

আমি মনে করি, আমার দলের সবারই অনন্য দক্ষতা রয়েছে। আমার কাছে নেতৃত্ব দেওয়া মানে হলো, তাদের সবার সঙ্গে যোগাযোগ রাখা এবং সঠিক সময়ে সেরাটা বের করে আনার চেষ্টা করা।

স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এবার শিরোপা জিততে চাই, কারণ শেষ কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা শিরোপা জেতার কথা ভাবতে পারি, কারণ আমাদের খুবই ভালো দল রয়েছে।

নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ

ব্যক্তিগতভাবে হোক বা দলীয়ভাবে—আমরা এখনো নিজেদের সামর্থ্যের ধারেকাছেও পৌঁছাতে পারিনি। আমরা জানি, আমরা ভালো করতে পারব এবং বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফির বিপজ্জনক দল হয়ে উঠব।

জস বাটলার, ইংল্যান্ড

দলের ভেতর নিজের মতো করে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশ্বকাপই এর সেরা উদাহরণ ছিল এবং আমরা সেই পরিকল্পনায় আস্থা রাখছি। একটা সময়ে সবকিছু পরিকল্পনামতো না-ও হতে পারে, তবে সেটা স্বাভাবিক।

রোহিত শর্মা, ভারত

ত্রিদেশীয় সিরিজ জেতাটা দারুণ ছিল। একেক সময়ে একেক জন পারফর্ম করেছে—যা আমাদের জন্য ভালো দিক। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলার আগপর্যন্ত এর (পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয়) কোনো মূল্য নেই।

মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড

ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে আমরা সবাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করায় এই টুর্নামেন্টকে ঘিরে সবার আগ্রহ বেড়েছে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে আছি আমরা।

মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তান

বিশ্বকাপে ভেবে এগোনোর সময় থাকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে এর সুযোগ নেই। তবে টুর্নামেন্টে আরও একধাপ এগিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

টেম্বা বাভুমা, দক্ষিণ আফ্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত