ক্রীড়া ডেস্ক
ম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে গত রাতে রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য ড্র। ঠিক সে সময়ই পাল্টে যায় ম্যাচের ফল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুইয়ান মিডফিল্ডারের গোল পার্থক্য করে দিলেও ম্যাচে এর আগে কয়েক বার বিলবাওয়ের রক্ষণদুর্গে হানা দেয় রিয়াল। ৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে উদ্যাপন করেন ঠিকই। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইড হওয়ায় বাতিল করে দেয় সেই গোল। একটু পর প্রতিপক্ষের পেনাল্টি বক্সে জুড বেলিংহাম ফাউলের শিকার হলে রিয়াল পেনাল্টির আবেদন করলেও সেটা আমলে নেওয়া হয়নি।
ম্যাচে রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এটাই নতুন ফুটবল। গোলটা বাতিল হয়ে গেল। এটা স্বয়ংক্রিয় তো নয়। অবাক করা ব্যাপার হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পেনাল্টিও দেয়নি। এটাই আধুনিক যুগের ফুটবল।’
যে চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদের ‘নিজস্ব সম্পত্তি’, সেই টুর্নামেন্ট থেকে এবার আগেভাগেই ছিটকে যায় তারা। আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ভালভার্দের গোলে উদ্ধার হয়েছে রিয়াল। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘ভালভের্দে এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ সে গোল করেছে। আমরা জিততে চেয়েছিলাম। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর এমন কিছুই করতে চেয়েছিলাম।’
লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকায় গত রাতে বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেবিহীন রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আনচেলত্তির দল। একের পর এক আক্রমণে বিলবাওকে কাঁপিয়ে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা কিছুটা ধীরগতিতে খেলেছিলাম। তবে দ্বিতীয়ার্ধে সব দিক থেকেই আমরা অনেক ভালো খেলেছি।’
১-০ গোলের জয়ে লা লিগায় ৩২ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯। এখন তারা অবস্থান করছে দুইয়ে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ও চারে আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৬৩ ও ৫৭। তারা সবাই ৩২টি করে ম্যাচ খেলেছে।
ম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে গত রাতে রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য ড্র। ঠিক সে সময়ই পাল্টে যায় ম্যাচের ফল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুইয়ান মিডফিল্ডারের গোল পার্থক্য করে দিলেও ম্যাচে এর আগে কয়েক বার বিলবাওয়ের রক্ষণদুর্গে হানা দেয় রিয়াল। ৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে উদ্যাপন করেন ঠিকই। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইড হওয়ায় বাতিল করে দেয় সেই গোল। একটু পর প্রতিপক্ষের পেনাল্টি বক্সে জুড বেলিংহাম ফাউলের শিকার হলে রিয়াল পেনাল্টির আবেদন করলেও সেটা আমলে নেওয়া হয়নি।
ম্যাচে রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এটাই নতুন ফুটবল। গোলটা বাতিল হয়ে গেল। এটা স্বয়ংক্রিয় তো নয়। অবাক করা ব্যাপার হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পেনাল্টিও দেয়নি। এটাই আধুনিক যুগের ফুটবল।’
যে চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদের ‘নিজস্ব সম্পত্তি’, সেই টুর্নামেন্ট থেকে এবার আগেভাগেই ছিটকে যায় তারা। আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ভালভার্দের গোলে উদ্ধার হয়েছে রিয়াল। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘ভালভের্দে এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ সে গোল করেছে। আমরা জিততে চেয়েছিলাম। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর এমন কিছুই করতে চেয়েছিলাম।’
লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকায় গত রাতে বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেবিহীন রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আনচেলত্তির দল। একের পর এক আক্রমণে বিলবাওকে কাঁপিয়ে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা কিছুটা ধীরগতিতে খেলেছিলাম। তবে দ্বিতীয়ার্ধে সব দিক থেকেই আমরা অনেক ভালো খেলেছি।’
১-০ গোলের জয়ে লা লিগায় ৩২ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯। এখন তারা অবস্থান করছে দুইয়ে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ও চারে আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৬৩ ও ৫৭। তারা সবাই ৩২টি করে ম্যাচ খেলেছে।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩০ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে