নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে