নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহাম্মদ আশরাফুলের বনশ্রীর বাসার সামনের সড়কেই আজ দুপুরে দেখা গেল, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষ নেমে এসেছে। রাস্তায় সব বয়সী মানুষ আলপনায় আলপনায় তুলে ধরা হচ্ছে নিজেদের দাবি। এই মুহূর্তে মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থানরত আশরাফুলও সমর্থন জানাচ্ছেন এই আন্দোলনকে।
ক্রিকেট তারকাদের কেন এই আন্দোলনে সমর্থন জানানো উচিত, সেটির ব্যাখ্যায় আশরাফুল আজ ফেসবুকে লিখেছেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ২য় সর্বোচ্চ ছাত্র-হত্যাযজ্ঞ (চায়নার পরেই) একটি নিউট্রাল সত্য বিবৃতিও কি আমাদের কাছ থেকে এই ক্রিকেট পাগল জাতি আশা করতে পারে না? যারা কিনা দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমাদের খেলা দেখতেন, বিজয়ধ্বনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মাতিয়ে রাখতেন।’
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এখন রূপ নিয়েছে গণ আন্দোলনে। এই আন্দোলনে বড় তারকা ক্রিকেটারদের সম্পৃক্ততা বা সংহতি জানাতে কমই দেখা যাচ্ছে। বিশেষ করে বর্তমানে সরকার দলীয় দুই সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার নীরব ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক হচ্ছে। বিষয়টি নিয়ে আশরাফুল লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, বড় বড় তারকারা যারা এখনো আপনাদের সঙ্গে যুক্ত হননি, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা যোগ দেবেন অতি দ্রুতই আপনাদের সঙ্গে, আপনাদের নৈতিক আন্দোলনের সঙ্গে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিষ্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশা আল্লাহ। আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।’
আশরাফুল চান, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, ডলার সংকট, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ সকল বেআইনি জিনিস বন্ধ হোক এই আন্দোলনের মাধ্যমে। আশরাফুল বাকরুদ্ধ দুই শর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায়, ‘দুই শতাধিক মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ; বলার কোনো ভাষা আমার নাই। বুক চিতিয়ে দেওয়া দুঃসাহসী সাঈদ বা ‘‘পানি লাগবে কারও পানি’’ বলা টগবগে যুবক মুগ্ধ এদের মৃত্যু সব সময়ই চোখের সামনে ভেসে ওঠে...। সমবেদনা জানাই আন্দোলনে নিহত শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আশরাফুলের একটি বিশেষ অনুরোধ আছে, ‘আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ নিরীহ কারও ওপর অধিক বলপ্রয়োগ করবেন না। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে-মেয়ে, ভাই-বোন, বা আপনার মতোই অন্য কারও স্বজন। যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক।’
মোহাম্মদ আশরাফুলের বনশ্রীর বাসার সামনের সড়কেই আজ দুপুরে দেখা গেল, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষ নেমে এসেছে। রাস্তায় সব বয়সী মানুষ আলপনায় আলপনায় তুলে ধরা হচ্ছে নিজেদের দাবি। এই মুহূর্তে মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থানরত আশরাফুলও সমর্থন জানাচ্ছেন এই আন্দোলনকে।
ক্রিকেট তারকাদের কেন এই আন্দোলনে সমর্থন জানানো উচিত, সেটির ব্যাখ্যায় আশরাফুল আজ ফেসবুকে লিখেছেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ২য় সর্বোচ্চ ছাত্র-হত্যাযজ্ঞ (চায়নার পরেই) একটি নিউট্রাল সত্য বিবৃতিও কি আমাদের কাছ থেকে এই ক্রিকেট পাগল জাতি আশা করতে পারে না? যারা কিনা দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমাদের খেলা দেখতেন, বিজয়ধ্বনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মাতিয়ে রাখতেন।’
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এখন রূপ নিয়েছে গণ আন্দোলনে। এই আন্দোলনে বড় তারকা ক্রিকেটারদের সম্পৃক্ততা বা সংহতি জানাতে কমই দেখা যাচ্ছে। বিশেষ করে বর্তমানে সরকার দলীয় দুই সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার নীরব ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক হচ্ছে। বিষয়টি নিয়ে আশরাফুল লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, বড় বড় তারকারা যারা এখনো আপনাদের সঙ্গে যুক্ত হননি, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা যোগ দেবেন অতি দ্রুতই আপনাদের সঙ্গে, আপনাদের নৈতিক আন্দোলনের সঙ্গে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিষ্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশা আল্লাহ। আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।’
আশরাফুল চান, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, ডলার সংকট, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ সকল বেআইনি জিনিস বন্ধ হোক এই আন্দোলনের মাধ্যমে। আশরাফুল বাকরুদ্ধ দুই শর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায়, ‘দুই শতাধিক মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ; বলার কোনো ভাষা আমার নাই। বুক চিতিয়ে দেওয়া দুঃসাহসী সাঈদ বা ‘‘পানি লাগবে কারও পানি’’ বলা টগবগে যুবক মুগ্ধ এদের মৃত্যু সব সময়ই চোখের সামনে ভেসে ওঠে...। সমবেদনা জানাই আন্দোলনে নিহত শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আশরাফুলের একটি বিশেষ অনুরোধ আছে, ‘আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ নিরীহ কারও ওপর অধিক বলপ্রয়োগ করবেন না। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে-মেয়ে, ভাই-বোন, বা আপনার মতোই অন্য কারও স্বজন। যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক।’
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
১ ঘণ্টা আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
২ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে