Ajker Patrika

বড় ক্রিকেট তারকারা বিশেষ অসুবিধার মধ্যে আছেন, মনে করেন আশরাফুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড় ক্রিকেট তারকারা বিশেষ অসুবিধার মধ্যে আছেন, মনে করেন আশরাফুল 

মোহাম্মদ আশরাফুলের বনশ্রীর বাসার সামনের সড়কেই আজ দুপুরে দেখা গেল, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষ নেমে এসেছে। রাস্তায় সব বয়সী মানুষ আলপনায় আলপনায় তুলে ধরা হচ্ছে নিজেদের দাবি। এই মুহূর্তে মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থানরত আশরাফুলও সমর্থন জানাচ্ছেন এই আন্দোলনকে। 

ক্রিকেট তারকাদের কেন এই আন্দোলনে সমর্থন জানানো উচিত, সেটির ব্যাখ্যায় আশরাফুল আজ ফেসবুকে লিখেছেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ২য় সর্বোচ্চ ছাত্র-হত্যাযজ্ঞ (চায়নার পরেই) একটি নিউট্রাল সত্য বিবৃতিও কি আমাদের কাছ থেকে এই ক্রিকেট পাগল জাতি আশা করতে পারে না? যারা কিনা দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমাদের খেলা দেখতেন, বিজয়ধ্বনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মাতিয়ে রাখতেন।’ 

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এখন রূপ নিয়েছে গণ আন্দোলনে। এই আন্দোলনে বড় তারকা ক্রিকেটারদের সম্পৃক্ততা বা সংহতি জানাতে কমই দেখা যাচ্ছে। বিশেষ করে বর্তমানে সরকার দলীয় দুই সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার নীরব ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক হচ্ছে। বিষয়টি নিয়ে আশরাফুল লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, বড় বড় তারকারা যারা এখনো আপনাদের সঙ্গে যুক্ত হননি, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা যোগ দেবেন অতি দ্রুতই আপনাদের সঙ্গে, আপনাদের নৈতিক আন্দোলনের সঙ্গে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিষ্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশা আল্লাহ। আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।’

 আশরাফুল চান, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, ডলার সংকট, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ সকল বেআইনি জিনিস বন্ধ হোক এই আন্দোলনের মাধ্যমে। আশরাফুল বাকরুদ্ধ দুই শর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায়, ‘দুই শতাধিক মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ; বলার কোনো ভাষা আমার নাই। বুক চিতিয়ে দেওয়া দুঃসাহসী সাঈদ বা ‘‘পানি লাগবে কারও পানি’’ বলা টগবগে যুবক মুগ্ধ এদের মৃত্যু সব সময়ই চোখের সামনে ভেসে ওঠে...। সমবেদনা জানাই আন্দোলনে নিহত শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি।’ 
 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আশরাফুলের একটি বিশেষ অনুরোধ আছে, ‘আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ নিরীহ কারও ওপর অধিক বলপ্রয়োগ করবেন না। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে-মেয়ে, ভাই-বোন, বা আপনার মতোই অন্য কারও স্বজন। যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত