ক্রীড়া ডেস্ক
রাসেল ডমিঙ্গো যখন বাংলাদেশের প্রধান কোচ ছিলেন, রিশাদ হোসেনের তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রিশাদের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন ডমিঙ্গোর অধীনে খেলবেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার।
এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। তাঁকে (ডমিঙ্গো) পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকারী সামিন রানা। একই সঙ্গে কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ডমিঙ্গোও উচ্ছ্বসিত। বাংলাদেশের সাবেক প্রধান কোচ বলেন, ‘২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে দেখা করা ও তাদের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না। রোমাঞ্চকর এক শুরু করতে যে প্রস্তুতির দরকার, সেটার জন্য ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত হতে মুখিয়ে আছি। আমি জানি ভক্ত-সমর্থকদের থেকে পূর্ণ সমর্থন পাব এবং ভবিষ্যতে আপনাদের সবাইকে গর্ব করার মতো জিনিস উপহার দিতে পারব।’
ডমিঙ্গো লাহোর কালান্দার্সের প্রধান কোচ হয়েছেন ড্যারেন গফের পরিবর্তে। গত বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের জন্য প্রাথমিকভাবে প্রধান কোচ হিসেবে গফ নিয়োগ পেয়েছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া সুপার লিগে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে শেষ করলেও গফের কোচিংয়ের কৌশল দেখে মুগ্ধ হয়েছিল লাহোর। তাঁর চাকরি দীর্ঘমেয়াদী করার কথাও তখন বলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।ধারণা করা হয়েছিল, ২০২৫ পিএসএলেও তিনি দায়িত্বটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু ব্যক্তিগত কারণে দশম পিএসএলে গফ লাহোরের প্রধান কোচ হিসেবে থাকতে পারছেন না। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছে।
এবারের পিএসএলে রিশাদসহ তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন নাহিদ রানা। লিটন, রিশাদ পুরো পিএসএল খেলার সুযোগ পাবেন। আর নাহিদ রানাকে দেওয়া হয়েছে আংশিক মৌসুমের এনওসি। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন। রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে জাতীয় দলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ডমিঙ্গো। ২০০৪-০৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন ২০১৩ সালে। চার বছর (২০১৭ পর্যন্ত) সেখানে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ বিশ্বকাপের পর সেই বছরের আগস্টে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিলেন তিনি। ২০২২ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তিনি।
রাসেল ডমিঙ্গো যখন বাংলাদেশের প্রধান কোচ ছিলেন, রিশাদ হোসেনের তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রিশাদের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন ডমিঙ্গোর অধীনে খেলবেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার।
এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। তাঁকে (ডমিঙ্গো) পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকারী সামিন রানা। একই সঙ্গে কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ডমিঙ্গোও উচ্ছ্বসিত। বাংলাদেশের সাবেক প্রধান কোচ বলেন, ‘২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে দেখা করা ও তাদের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না। রোমাঞ্চকর এক শুরু করতে যে প্রস্তুতির দরকার, সেটার জন্য ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত হতে মুখিয়ে আছি। আমি জানি ভক্ত-সমর্থকদের থেকে পূর্ণ সমর্থন পাব এবং ভবিষ্যতে আপনাদের সবাইকে গর্ব করার মতো জিনিস উপহার দিতে পারব।’
ডমিঙ্গো লাহোর কালান্দার্সের প্রধান কোচ হয়েছেন ড্যারেন গফের পরিবর্তে। গত বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের জন্য প্রাথমিকভাবে প্রধান কোচ হিসেবে গফ নিয়োগ পেয়েছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া সুপার লিগে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে শেষ করলেও গফের কোচিংয়ের কৌশল দেখে মুগ্ধ হয়েছিল লাহোর। তাঁর চাকরি দীর্ঘমেয়াদী করার কথাও তখন বলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।ধারণা করা হয়েছিল, ২০২৫ পিএসএলেও তিনি দায়িত্বটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু ব্যক্তিগত কারণে দশম পিএসএলে গফ লাহোরের প্রধান কোচ হিসেবে থাকতে পারছেন না। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছে।
এবারের পিএসএলে রিশাদসহ তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন নাহিদ রানা। লিটন, রিশাদ পুরো পিএসএল খেলার সুযোগ পাবেন। আর নাহিদ রানাকে দেওয়া হয়েছে আংশিক মৌসুমের এনওসি। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন। রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে জাতীয় দলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ডমিঙ্গো। ২০০৪-০৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন ২০১৩ সালে। চার বছর (২০১৭ পর্যন্ত) সেখানে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ বিশ্বকাপের পর সেই বছরের আগস্টে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিলেন তিনি। ২০২২ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। ক্যারিবীয় টেস্ট দলকে চার বছর ধরে নেতৃত্ব দেওয়া ব্রাথওয়েটের সরে যাওয়ার কথা গতকাল জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবেও বলে জানিয়েছেন সিডব্লিউআই।
৬ ঘণ্টা আগেগলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
৬ ঘণ্টা আগেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচেই দলকে জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ব্যর্থতায় প্রশ্ন উঠে গেছে—চেন্নাই সুপার কিংসে ‘ফিনিশার’-এর রূপটি কি হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক?
৭ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদে নিজের অবস্থান গগনচুম্বী করেই তবে বার্নাব্যু ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিলিয়ান এমবাপ্পেও রিয়াল মাদ্রিদের রোনালদোর মতোই কিংবদন্তি হয়ে উঠবেন বলে মনে করেন দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
৮ ঘণ্টা আগে