Ajker Patrika

বিশ্বকাপে খেলছে বৃষ্টিও

বিশ্বকাপে খেলছে বৃষ্টিও

প্রথম রাউন্ড ঠিকঠাকই হলো। মূল পর্বে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ পায় সমর্থকেরা। ভারত-পাকিস্তান কিংবা পাকিস্তান-জিম্বাবুয়ের শেষ বলে নিষ্পত্তির ম্যাচ তো এরই উদাহরণ।

এমন উদাহরণ তো আরও হওয়ার কথা; কিন্তু হচ্ছে না তো। আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের তো টসই হলো না। বিশ্বকাপ যেন ‘বৃষ্টিকাপ’ হয়ে গেল। ক্রিকেটের কড়া সমর্থকেরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিশ্বকাপকে ‘বৃষ্টিকাপ’ নামে ডাকতে শুরু করে করেছেন!

সমর্থকদের চেয়ে একটু বেশি হতাশ যেন জস বাটলার। অজিদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘খুবই হতাশাজনক, সত্যি হতাশ। তবুও চোখ রাখছি সামনের ম্যাচের ওপর।’ 

যেভাবে চলছে বৃষ্টির মহড়া, বাটলারকে সামনের ম্যাচ যে ঠিকঠাক হবে, তার নিশ্চয়তা কেউ দেবে না। হতাশ তো হওয়ারই কথা। এই তো গত পরশু বৃষ্টির কবলে পড়ে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারতে হয়েছে তাঁর দলকে। ওই ক্ষত এখনো দগদগে।

সব মিলিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ এর দল ইংল্যান্ড ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট অর্জন করেছে। টেবিলের দুই নম্বরে আছে দলটি। এরপরও প্রত্যাশিত দলগুলোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির কারণে স্বস্তি নেই বড় দলগুলোর মনে। বৃষ্টি তাদের অস্বস্তির হলেও তুলনামূলক কম শক্তির দলগুলোর জন্য তা যেন আশীর্বাদই।

গ্রুপ-১ এর কোনো দলই বাদ পড়েনি পয়েন্ট থেকে। একদম নিচে, অর্থাৎ ৬ নম্বরে থাকা আফগানিস্তানেরও ৩ ম্যাচে ২ পয়েন্ট। তাদের দুটি পয়েন্টই এসেছে বৃষ্টির কল্যাণে। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট। আজ মেলবোর্নে আয়ারল্যান্ড বিপক্ষে ম্যাচটিও বৃষ্টি কেড়ে নিয়েছে, এখান থেকেও তারা পেয়েছে এক পয়েন্ট।

দুই ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনে থাকা আয়ারল্যান্ডেরও ৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চারে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচে থাকা শ্রীলঙ্কার ২ পয়েন্ট। গ্রুপটির সবগুলো দলেরই এখনো সেমিফাইনালের সমীকরণ টিকে আছে। সামনের ম্যাচ গুলোয়ও যদি বৃষ্টির দাপট এভাবে চল থাকে, তবে বড় দলগুলোকে চমকে দিয়ে সেমিফাইনালে যেকোনো দলই উঠে যেতে পারে।

গ্রুপ-২ এ, পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। কিন্তু এর আগেই তারা বাঘের মুখ থেকে খাবার ভাগাভাগি করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল তাদের। শেষে বৃষ্টি এসে জিম্বাবুয়েকে এক পয়েন্ট দিয়ে গেল। এতে দুই ম্যাচে তাদের ৩ পয়েন্ট, তাতে দলটি টেবিলের তিনে।

সমান ম্যাচ ও পয়েন্টে দুইয়ে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট খুইয়ে নিরাপদ অবস্থানে তারাও। সামনে দুটি ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে তাদের। বৃষ্টির কথাও মাথায় রাখতে হবে টেম্বা বাভুমাদের। তবে ২ ম্যাচ পূর্ণ ৪ পয়েন্ট আদায় করে টেবিলের শীর্ষ দল ভারত নিরাপদে আছে। চারে থাকা বাংলাদেশের ২ পয়েন্ট। এর পরে থাকা পাকিস্তান-নেদারল্যান্ডসের পয়েন্ট শূন্য।

তবে জিম্বাবুয়ের ৩ পয়েন্ট, ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান এবং বৃষ্টি, তিন মিলিয়ে মজার কিছুই অপেক্ষা করছে গ্রুপ-২ এ।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দলের বিপক্ষে খেলাটা খেলছে বৃষ্টিও! তবে এ খেলায় বৃষ্টির প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী দলগুলো আর কিছুটা টিমমেট ভূমিকায় যেন অন্য দলগুলো। আমেজ ম্লান করলেও এবারের বিশ্বকাপে নাটকীয়তা দিতে পারে বৃষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত