Ajker Patrika

রাহুলের রেকর্ড এখন নিজের করে নিলেন গায়কোয়াড

রাহুলের রেকর্ড এখন নিজের করে নিলেন গায়কোয়াড

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে হচ্ছে রেকর্ডের বন্যা। দলীয় রেকর্ডের পাশাপাশি হচ্ছে ব্যক্তিগত অনেক রেকর্ডও। গত ম্যাচের সেঞ্চুরিয়ান রুতুরাজ গায়কোয়াড আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিজের নামে লিখে নিয়েছেন এক রেকর্ড। 

ছত্তিশগড়ের রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগেই এক মজার তথ্য উঠে এসেছে আলোচনায়। রাইপুরের স্টেডিয়ামের ৩ কোটি ১৬ লাভ ভারতীয় রুপিরও বেশি বিদ্যুৎ বিল বাকি, বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ১৮ লাখ টাকা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দেখা গেল স্টেডিয়ামের কিছু অংশে বিদ্যুৎ নেই। ২০০৯ থেকে যে বিলই দেওয়া হচ্ছে না। অবশ্য এর প্রভাব ম্যাচে পড়েনি। 

টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারতীয় দুই ওপেনার গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল ৩৬ বলে ৫০ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে জয়সওয়ালকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন হার্ডি। ৫০ রানে ১ উইকেট হারানো ভারতের স্কোর মুহূর্তেই হয়ে যায় ৩ উইকেটে ৬৩ রান। শ্রেয়াস আইয়ার ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৮ ও ১ রান করে আউট হয়েছেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন গায়কোয়াড। রিংকু সিংকে চতুর্থ উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন গায়কোয়াড। ২৮ বলে ৩২ রান করে গায়কোয়াড যখন আউট হয়েছেন ততক্ষণে করে ফেলেছেন রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ৪ হাজার রানের তালিকায় এখন তিনি যুগ্মভাবে চারে, ভারতীয়দের মধ্যে শীর্ষে। ঘরোয়া টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি সহ ১১৬ ইনিংস লেগেছে ভারতীয় এই ব্যাটারের ৪০০০ রান করতে। ১০৭ ইনিংসে ৪০০০ রান করে এই তালিকায় শীর্ষে ক্রিস গেইল। লোকেশ রাহুলের লেগেছে ১১৭ ইনিংস। 

ভারত প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৬ উইকেটে ১২৮ রান করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে ভারত এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করবে। আর অস্ট্রেলিয়া জিতলে সমতায় ফিরবে। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ৪ হাজার রান
১০৭-ক্রিস গেইল 
১১৩-শন মার্শ
১১৫-বাবর আজম
১১৬-ডেভন কনওয়ে
১১৬-রুতুরাজ গায়কোয়াড
১১৭-লোকেশ রাহুল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত