Ajker Patrika

বিসিবিকে জবাব দিতে আইনজীবীর সঙ্গে কথা বলবেন হাথুরু

রানা আব্বাস, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২২: ৪৫
বিসিবিকে জবাব দিতে আইনজীবীর সঙ্গে কথা বলবেন হাথুরু

বিসিবির সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে কারণ দর্শানো ও বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই ঘোষণার পরই যোগাযোগ করা হয় চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। তাৎক্ষণিকভাবে আজকের পত্রিকাকে দেওয়া তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থাকল এখানে—

প্রশ্ন: চুক্তির মেয়াদ শেষের আগেই আপনাকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিক বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে আপনি কী ভাবছেন এ মুহূর্তে? 
চন্ডিকা হাথুরুসিংহে: হ্যাঁ জানি, কিছু খবর ছড়িয়েছে। তবে সবই অভিযোগমাত্র। আমি দুদিন পর এ বিষয়ে আপনাদের জানাব। তবে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। 
 
প্রশ্ন: আপনাকে বরখাস্তের ব্যাখ্যায় বিসিবি সভাপতি আপনার বিরুদ্ধে অসদাচরণ ও চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোর বিষয়টি এনেছেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কী? 
হাথুরু: এটি তাঁর দাবি। (কী বলেছেন) খুব বেশি জানি না। কী নিয়ে তিনি বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলে যাব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। 

প্রশ্ন: আপনার ঢাকা ছাড়ার এখনো কিছুটা দেরি আছে, তাই তো? 
হাথুরু: ইয়েস, ইয়েস। 

প্রশ্ন: তার মানে আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাংলাদেশ ছেড়ে যাবেন? 
হাথুরু: দেখা যাক। তার আগে আমাকে একটা উত্তর দিতে হবে (বিসিবিকে)। কারণ, তারা আমাকে শোকজের নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব কেমন হবে, সেটা এ মুহূর্তে বলতে পারছি না। আমি তাদের জানাব, তারা আপনাদের জানাবে। এখন আর বিস্তারিত না বলি, অনেক ধন্যবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত