রানা আব্বাস, ঢাকা
বিসিবির সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে কারণ দর্শানো ও বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই ঘোষণার পরই যোগাযোগ করা হয় চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। তাৎক্ষণিকভাবে আজকের পত্রিকাকে দেওয়া তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থাকল এখানে—
প্রশ্ন: চুক্তির মেয়াদ শেষের আগেই আপনাকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিক বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে আপনি কী ভাবছেন এ মুহূর্তে?
চন্ডিকা হাথুরুসিংহে: হ্যাঁ জানি, কিছু খবর ছড়িয়েছে। তবে সবই অভিযোগমাত্র। আমি দুদিন পর এ বিষয়ে আপনাদের জানাব। তবে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব।
প্রশ্ন: আপনাকে বরখাস্তের ব্যাখ্যায় বিসিবি সভাপতি আপনার বিরুদ্ধে অসদাচরণ ও চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোর বিষয়টি এনেছেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কী?
হাথুরু: এটি তাঁর দাবি। (কী বলেছেন) খুব বেশি জানি না। কী নিয়ে তিনি বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলে যাব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।
প্রশ্ন: আপনার ঢাকা ছাড়ার এখনো কিছুটা দেরি আছে, তাই তো?
হাথুরু: ইয়েস, ইয়েস।
প্রশ্ন: তার মানে আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাংলাদেশ ছেড়ে যাবেন?
হাথুরু: দেখা যাক। তার আগে আমাকে একটা উত্তর দিতে হবে (বিসিবিকে)। কারণ, তারা আমাকে শোকজের নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব কেমন হবে, সেটা এ মুহূর্তে বলতে পারছি না। আমি তাদের জানাব, তারা আপনাদের জানাবে। এখন আর বিস্তারিত না বলি, অনেক ধন্যবাদ।
বিসিবির সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে কারণ দর্শানো ও বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই ঘোষণার পরই যোগাযোগ করা হয় চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। তাৎক্ষণিকভাবে আজকের পত্রিকাকে দেওয়া তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থাকল এখানে—
প্রশ্ন: চুক্তির মেয়াদ শেষের আগেই আপনাকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিক বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে আপনি কী ভাবছেন এ মুহূর্তে?
চন্ডিকা হাথুরুসিংহে: হ্যাঁ জানি, কিছু খবর ছড়িয়েছে। তবে সবই অভিযোগমাত্র। আমি দুদিন পর এ বিষয়ে আপনাদের জানাব। তবে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব।
প্রশ্ন: আপনাকে বরখাস্তের ব্যাখ্যায় বিসিবি সভাপতি আপনার বিরুদ্ধে অসদাচরণ ও চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোর বিষয়টি এনেছেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কী?
হাথুরু: এটি তাঁর দাবি। (কী বলেছেন) খুব বেশি জানি না। কী নিয়ে তিনি বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলে যাব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।
প্রশ্ন: আপনার ঢাকা ছাড়ার এখনো কিছুটা দেরি আছে, তাই তো?
হাথুরু: ইয়েস, ইয়েস।
প্রশ্ন: তার মানে আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাংলাদেশ ছেড়ে যাবেন?
হাথুরু: দেখা যাক। তার আগে আমাকে একটা উত্তর দিতে হবে (বিসিবিকে)। কারণ, তারা আমাকে শোকজের নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব কেমন হবে, সেটা এ মুহূর্তে বলতে পারছি না। আমি তাদের জানাব, তারা আপনাদের জানাবে। এখন আর বিস্তারিত না বলি, অনেক ধন্যবাদ।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৩ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে