Ajker Patrika

অস্ট্রেলিয়ার কাছে হেরে নিউজিল্যান্ড এখন বাংলাদেশের আরও কাছে

অস্ট্রেলিয়ার কাছে হেরে নিউজিল্যান্ড এখন বাংলাদেশের আরও কাছে

৩১ বছর পর নিজেদের মাঠে নিউজিল্যান্ডের সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের। তবে সেটা আর সম্ভব হয়নি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়া পেয়েছে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয়।

ক্রাইস্টচার্চের ম্যাচ দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। তাতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অবনতি হয়েছে নিউজিল্যান্ডের। পয়েন্ট তালিকায় ৭৫ শতাংশ সাফল্যের হার নিয়ে এক সময় শীর্ষে ছিল নিউজিল্যান্ড। এখন তাদের সাফল্যের হার কমে হয়ে গেছে ৫০ শতাংশে ও অবস্থান করছে তিন নম্বরে। বাংলাদেশের সাফল্যের হার ৫০ শতাংশ ও তারা অবস্থান করছে চার নম্বরে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। ২২ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কা এবারের পয়েন্ট তালিকায় রয়েছে ৯ নম্বরে। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা একমাত্র সিরিজ খেলে গত বছরের জুন-জুলাইয়ে। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের ২ টিতে হেরে গিয়েছিল লঙ্কানরা।

নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। ৬২.৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তিন থেকে দুইয়ে উঠল অজিরা। এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচ খেলে তাদের জয় ৮ টিতে, হেরেছে ৩ ম্যাচ ও ড্র হয়েছে ১ ম্যাচ। যথারীতি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। ধর্মশালায় গত পরশু ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানে হারিয়ে ভারত টেস্ট সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ভারতের সাফল্যের হার ৬৮.৫১ শতাংশ।

অষ্ট্রেলিয়ার পর এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সর্বোচ্চ ১০ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তবে এবারের চক্রে ১৭.৫০ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা রয়েছে আট নম্বরে। ১০ ম্যাচে ৩ জয়, ৬ হার ও ১ ড্র এটাই এখন পর্যন্ত তাদের ফল। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা রয়েছে পাঁচ, ছয় ও সাত নম্বরে।

অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে যাওয়ার পর হতাশ নিউজিল্যান্ড ক্রিকেট দল।গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই রানার্সআপ হয় ভারত। ২০১৯-২১ চক্রে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। গত বছর দ্বিতীয় চক্রে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয়রা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল 
দল                   ম্যাচ     পয়েন্ট      সাফল্যের হার (শতকরা হিসেব) 
ভারত                ৯          ৭৪             ৬৮.৫১ 
অস্ট্রেলিয়া           ১২         ৯০             ৬২.৫ 
নিউজিল্যান্ড        ৬           ৩৬              ৫০ 
বাংলাদেশ           ২            ১২              ৫০ 
পাকিস্তান           ৫             ২২             ৩৬.৬৬ 
ওয়েস্ট ইন্ডিজ      ৪             ১৬             ৩৩.৩৩ 
দক্ষিণ আফ্রিকা    ৪             ১২                ২৫ 
ইংল্যান্ড            ১০           ২১               ১৭.৫ 
শ্রীলঙ্কা             ২             ০                   ০ 
* ২০২৪ এর ১১ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত