Ajker Patrika

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে কোথায়, জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৬: ৪৮
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্বে। ছবি: এএফপি
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্বে। ছবি: এএফপি

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি উঠতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে তাই বাছাইপর্ব পেরিয়ে কাটতে হবে মূল পর্বের টিকিট। আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজকের নাম জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালে আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। এই বাছাইপর্বে অংশ নেওয়া ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১০ দলের মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল, যুক্তরাষ্ট্র—এই পাঁচ দল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড নতুন বিশ্বকাপ সামনে রেখে হতে যাওয়া বাছাইপর্বে সুযোগ পেয়েছে।

এশিয়া আঞ্চলিক পাথওয়ে পেরিয়ে থাইল্যান্ড ও নেপাল জায়গা করে নিয়েছে বাছাইপর্বে। যুক্তরাষ্ট্র এসেছে আমেরিকা অঞ্চল থেকে। বাছাইপর্বের অপর পাঁচ দলের মধ্যে দুটি করে দল আসবে আফ্রিকা ও ইউরোপ থেকে। আরেক দল আসবে পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করে নিতে হলে প্রথমে আঞ্চলিক বাছাইপর্ব অবশ্যই পেরিয়ে আসতে হবে। শিগগির বাছাইপর্বের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আইসিসি।

বাছাইপর্ব থেকে চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। এই চার দলের মধ্যে ‘এ’ গ্রুপে যাবে দুই দল। অপর দুই দল খেলবে ‘বি’ গ্রুপে। বিশ্বকাপের মূল পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। অপর গ্রুপ ‘বি’-তে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালই হবে লন্ডনের ওভালে। সেমিজয়ীরা লর্ডসে মুখোমুখি হবে ফাইনালে।

২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে হবে ৩৩টি ম্যাচ। ৩০ জুন ও ২ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ৫ জুলাই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। এখন পর্যন্ত অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একবার করে। সবশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত