Ajker Patrika

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও আয়ারল্যান্ডের যে ‘যদি-কিন্তু’ 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০: ৫০
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও আয়ারল্যান্ডের যে ‘যদি-কিন্তু’ 

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকা বেশ জটিল হয়ে উঠেছে, যেখানে মধুর সমস্যায় পড়া আয়ারল্যান্ডের ভাগ্য বাংলাদেশ সিরিজের ওপর তো নির্ভর করছেই, একই সঙ্গে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণ। 

সুপার লিগের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। এই ৮ নম্বর স্থানে জায়গা করে নেওয়াটা আয়ারল্যান্ডের কাছে বিশাল চ্যালেঞ্জ। যেখানে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আয়ারল্যান্ড। আইরিশদের সুপার লিগের ম্যাচ বাকি আছে বাংলাদেশের বিপক্ষে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডে হওয়ার কথা তিন ম্যাচের বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮। 

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েও অবশ্য নিশ্চিন্তে থাকার অবকাশ নেই আয়ারল্যান্ডের। আইরিশদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ওপর। পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে লঙ্কানরা। আর ১৯ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে প্রোটিয়ারা, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা ‘ওয়াকওভার’ দিয়েছে। শ্রীলঙ্কার তিন ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ যদি শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জেতে, তাহলে লঙ্কানদের পয়েন্ট হবে ১০৭। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৯৮। 

 লঙ্কানরা যদি ১ ম্যাচ হেরে যায়, তাহলে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হবে। তখন যদি আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দুটি দলই ৯৮ পয়েন্ট পায়, তখন নেট রানরেটের হিসাব চলে আসবে, যেখানে প্রোটিয়াদের নেট রানরেট: শূন্য দশমিক ৪১০ এবং আইরিশদের শূন্য দশমিক ৩৮২। সেরা আটে না থাকা দলগুলোর জন্যও সুযোগ থাকছে। জিম্বাবুয়েতে জুন-জুলাইয়ে হতে যাওয়া কোয়ালিফায়ারই তখন হবে শেষ ভরসা। তবে আয়োজক ভারত এই সমীকরণের বাইরে। ভারতীয়রা সরাসরি খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত