Ajker Patrika

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা মোস্তাফিজের

আপডেট : ১৭ জুন ২০২৪, ১৯: ৩৩
বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা মোস্তাফিজের

বাংলাদেশের ভক্ত–সমর্থকদের জন্য এর চেয়ে ভালো ঈদের উপহার আর কীই–বা হতে পারে। নেপালকে ২১ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা সেন্ট ভিনসেন্টে গতকাল ঈদ উদ্‌যাপনের পর উপলক্ষটা রাঙিয়েছেন দারুণভাবে।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় আজ ভোরে প্রথমে ব্যাটিং করে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল তুলনামূলক দুর্বল হলেও এমন লক্ষ্য ডিফেন্ড করতে জাদুকরি কিছুই তো হওয়া দরকার। বাংলাদেশের ২১ রানের জয়ই বলে দিচ্ছে কতটা দুর্দান্ত বোলিং করেছে দলটি। ডেথ ওভারে ভেলকি দেখিয়েছেন মোস্তাফিজ। হাতে ৩ উইকেট নিয়ে শেষ দুই ওভারে যখন নেপালের ২২ রান দরকার, তখন ১৯তম ওভারে এক উইকেট নিয়েছেন। ম্যাচে তাঁর একমাত্র মেডেনটা দিয়েছেন এই ওভারটিতেই। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার। জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘ঈদ মোবারক বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আরও এক জয় পেয়েছি এবং সুপার এইটে উঠেছি।’ শেষে হ্যাশট্যাগ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

বাংলাদেশের জয়ের পর আরও এক দফা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজ। খয়েরি রঙের পাঞ্জাবি পরে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার লেখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবার প্রার্থনা কবুল করুন।’ এমন আনন্দের দিনে মোস্তাফিজের এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৮১ হাজার। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে সাত হাজার। মোস্তাফিজকেও অনেকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। 

ঈদের পোশাকে মোস্তাফিজুর রহমান। ছবি: মোস্তাফিজের ফেসবুক পেজ মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর থেমে থাকেনি তাঁর এবারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও থেমে থাকেনি। নেপালের বিপক্ষে তাঁর বোলিং নিয়ে নিজেদের ফেসবুক পেজে চেন্নাই একটি কার্ড পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘জাদুকরি স্পেল থেকেই এসেছে জাদুকরি সংখ্যা।’ এমনকি মোস্তাফিজের খয়েরি রঙের পাঞ্জাবি পরিহিত ছবিও পোস্ট করেছে চেন্নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত