Ajker Patrika

সাকিব বললেন, স্কিল নয়, নাঈমের সমস্যা মনে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩১
সাকিব বললেন, স্কিল নয়, নাঈমের সমস্যা মনে

যে দলের ওপেনাররা যত ভালো ক্রিকেটে সেই দলের দাপট তত বেশি। যুগ যুগ ধরেই এটা হয়ে আসছে। দুর্ভাগ্য বাংলাদেশের, এক তামিমের পর নির্ভর করা যায় এমন ওপেনার পায়নি বাংলাদেশ!

ওপেনার নিয়ে দীর্ঘ এই হতাশায় সবশেষ সংযোজন মোহাম্মদ নাঈম। চলতি এশিয়া কাপে দলের চার ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি। গ্রুপ পর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৬ ও ২৮ রান। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৪৬ বলে করলেন ২১ রান। স্ট্রাইকরেট মাত্র ৪৫.৬৫।

উইকেটে থিতু হওয়ার পর যখনই খেলার কথা, তখনই আউট হয়ে নাঈম। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচগুলোতেও এমনটা ঘটেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেই ফেললেন, ‘চার ম্যাচেই ও শুরু করেছে। কিন্তু এমন নয় যে (উইকেটে) গিয়েই আউট হয়ে গেছে সে।’ বারবার কেন এমন হচ্ছে? সাকিব আল হাসানের উত্তর, ‘এটা ওর স্কিলের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার। একজন ব্যাটার যখন ২০ রান ঠিকঠাক মতো করতে পারে, তার ৮০–১০০ রান করারও সামর্থ্য আছে।’

শুধু কী নাঈম দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও হতাশ সাকিব, ‘ নির্দিষ্ট কোনো আউট নিয়ে কথা বলে লাভ  নেই। যখন এ ধরনের ট্রিকি উইকেটে রান তাড়া করছিলাম। ওপর থেকে আমরা চারজন যদি ভালো জুটি গড়তে পারতাম, ড্রেসিংরুম অনেক শান্ত হয়ে যেত। যখনই ৪ উইকেট পড়ে গেছে ৮৩ রানে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। যদিও একটা জুটি হয়েছে। কিন্তু ওটা আরও বড় হওয়া লাগত। ম্যাচ জেতানো ইনিংস খেলতে হতো মুশফিক ভাই আর হৃদয়কে। যেটা আসলে হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত