যে দলের ওপেনাররা যত ভালো ক্রিকেটে সেই দলের দাপট তত বেশি। যুগ যুগ ধরেই এটা হয়ে আসছে। দুর্ভাগ্য বাংলাদেশের, এক তামিমের পর নির্ভর করা যায় এমন ওপেনার পায়নি বাংলাদেশ!
ওপেনার নিয়ে দীর্ঘ এই হতাশায় সবশেষ সংযোজন মোহাম্মদ নাঈম। চলতি এশিয়া কাপে দলের চার ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি। গ্রুপ পর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৬ ও ২৮ রান। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৪৬ বলে করলেন ২১ রান। স্ট্রাইকরেট মাত্র ৪৫.৬৫।
উইকেটে থিতু হওয়ার পর যখনই খেলার কথা, তখনই আউট হয়ে নাঈম। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচগুলোতেও এমনটা ঘটেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেই ফেললেন, ‘চার ম্যাচেই ও শুরু করেছে। কিন্তু এমন নয় যে (উইকেটে) গিয়েই আউট হয়ে গেছে সে।’ বারবার কেন এমন হচ্ছে? সাকিব আল হাসানের উত্তর, ‘এটা ওর স্কিলের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার। একজন ব্যাটার যখন ২০ রান ঠিকঠাক মতো করতে পারে, তার ৮০–১০০ রান করারও সামর্থ্য আছে।’
শুধু কী নাঈম দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও হতাশ সাকিব, ‘ নির্দিষ্ট কোনো আউট নিয়ে কথা বলে লাভ নেই। যখন এ ধরনের ট্রিকি উইকেটে রান তাড়া করছিলাম। ওপর থেকে আমরা চারজন যদি ভালো জুটি গড়তে পারতাম, ড্রেসিংরুম অনেক শান্ত হয়ে যেত। যখনই ৪ উইকেট পড়ে গেছে ৮৩ রানে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। যদিও একটা জুটি হয়েছে। কিন্তু ওটা আরও বড় হওয়া লাগত। ম্যাচ জেতানো ইনিংস খেলতে হতো মুশফিক ভাই আর হৃদয়কে। যেটা আসলে হয়নি।’
যে দলের ওপেনাররা যত ভালো ক্রিকেটে সেই দলের দাপট তত বেশি। যুগ যুগ ধরেই এটা হয়ে আসছে। দুর্ভাগ্য বাংলাদেশের, এক তামিমের পর নির্ভর করা যায় এমন ওপেনার পায়নি বাংলাদেশ!
ওপেনার নিয়ে দীর্ঘ এই হতাশায় সবশেষ সংযোজন মোহাম্মদ নাঈম। চলতি এশিয়া কাপে দলের চার ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি। গ্রুপ পর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৬ ও ২৮ রান। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৪৬ বলে করলেন ২১ রান। স্ট্রাইকরেট মাত্র ৪৫.৬৫।
উইকেটে থিতু হওয়ার পর যখনই খেলার কথা, তখনই আউট হয়ে নাঈম। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচগুলোতেও এমনটা ঘটেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেই ফেললেন, ‘চার ম্যাচেই ও শুরু করেছে। কিন্তু এমন নয় যে (উইকেটে) গিয়েই আউট হয়ে গেছে সে।’ বারবার কেন এমন হচ্ছে? সাকিব আল হাসানের উত্তর, ‘এটা ওর স্কিলের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার। একজন ব্যাটার যখন ২০ রান ঠিকঠাক মতো করতে পারে, তার ৮০–১০০ রান করারও সামর্থ্য আছে।’
শুধু কী নাঈম দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও হতাশ সাকিব, ‘ নির্দিষ্ট কোনো আউট নিয়ে কথা বলে লাভ নেই। যখন এ ধরনের ট্রিকি উইকেটে রান তাড়া করছিলাম। ওপর থেকে আমরা চারজন যদি ভালো জুটি গড়তে পারতাম, ড্রেসিংরুম অনেক শান্ত হয়ে যেত। যখনই ৪ উইকেট পড়ে গেছে ৮৩ রানে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। যদিও একটা জুটি হয়েছে। কিন্তু ওটা আরও বড় হওয়া লাগত। ম্যাচ জেতানো ইনিংস খেলতে হতো মুশফিক ভাই আর হৃদয়কে। যেটা আসলে হয়নি।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে