ক্রীড়া ডেস্ক
ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার স্বপ্ন তো থাকে সবার। যদি সেটা বিশ্বকাপের মতো মঞ্চ হয়, তাহলে সেটা পায় ভিন্ন মাত্রা। নিউইয়র্কে গতকাল এমনই বিশেষ কীর্তি গড়লেন আর্শদীপ সিং। ভারতের বাঁহাতি পেসার যেন মাশরাফি বিন মর্তুজাকে ‘টাইম মেশিনে’ চড়িয়ে পুরোনো স্মৃতি মনে করালেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি প্রথমবার গড়েন মাশরাফিই। মিরপুরে ২০১৪ সালের ১৬ মার্চ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদকে ফেরান মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে রেকর্ডটি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এক ক্যাচে। নিউইয়র্কে গতকাল যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীরকে ইনিংসের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিশেষ এই রেকর্ড বইয়ে নিজের নাম যোগ করেন আর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার এটাই প্রথম ঘটনা।
মাশরাফির রেকর্ড বইয়ে নাম লেখানোর বছরে প্রথম বলে উইকেট নিয়েছেন আফগানিস্তানের শাপুর জাদরানও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ইরফান আহমেদকে বোল্ড করেন শাপুর। আফগানিস্তান-হংকং ম্যাচটিও ছিল প্রথম রাউন্ডের ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি দুইবার গড়েছেন নামিবিয়ার রুবেন ট্রাম্পলম্যান। ২০২১ সালে আবুধাবিতে ট্রাম্পলম্যান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসিকে বোল্ড করেন। আবুধাবির কীর্তির পর ২০২৪ টি-টোয়েন্টি ট্রাম্পলম্যান এমন কীর্তি গড়তে বেছে নিলেন ওমানকে। বার্বাডোজে ২ জুন ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ট্রাম্পলম্যান। নামিবিয়ার বাঁহাতি পেসার ওমানের বিপক্ষে উইকেট নিয়েছেন ইনিংসের প্রথম দুই বলেই। ওমান অধিনায়ক আকিব ইলিয়াসকে এলবিডব্লু করেন ট্রাম্পলম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন যাঁরা
প্রতিপক্ষ ভেন্যু সাল
মাশরাফি বিন মর্তুজা আফগানিস্তান মিরপুর ২০১৪
শাপুর জাদরান হংকং চট্টগ্রাম ২০১৪
রুবেন ট্রাম্পলম্যান স্কটল্যান্ড আবুধাবি ২০২১
রুবেন ট্রাম্পলম্যান ওমান বার্বাডোজ ২০২৪
আর্শদীপ সিং যুক্তরাষ্ট্র নিউইয়র্ক ২০২৪
*২০২৪ এর ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ পর্যন্ত
ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার স্বপ্ন তো থাকে সবার। যদি সেটা বিশ্বকাপের মতো মঞ্চ হয়, তাহলে সেটা পায় ভিন্ন মাত্রা। নিউইয়র্কে গতকাল এমনই বিশেষ কীর্তি গড়লেন আর্শদীপ সিং। ভারতের বাঁহাতি পেসার যেন মাশরাফি বিন মর্তুজাকে ‘টাইম মেশিনে’ চড়িয়ে পুরোনো স্মৃতি মনে করালেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি প্রথমবার গড়েন মাশরাফিই। মিরপুরে ২০১৪ সালের ১৬ মার্চ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদকে ফেরান মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে রেকর্ডটি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এক ক্যাচে। নিউইয়র্কে গতকাল যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীরকে ইনিংসের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিশেষ এই রেকর্ড বইয়ে নিজের নাম যোগ করেন আর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার এটাই প্রথম ঘটনা।
মাশরাফির রেকর্ড বইয়ে নাম লেখানোর বছরে প্রথম বলে উইকেট নিয়েছেন আফগানিস্তানের শাপুর জাদরানও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ইরফান আহমেদকে বোল্ড করেন শাপুর। আফগানিস্তান-হংকং ম্যাচটিও ছিল প্রথম রাউন্ডের ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি দুইবার গড়েছেন নামিবিয়ার রুবেন ট্রাম্পলম্যান। ২০২১ সালে আবুধাবিতে ট্রাম্পলম্যান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসিকে বোল্ড করেন। আবুধাবির কীর্তির পর ২০২৪ টি-টোয়েন্টি ট্রাম্পলম্যান এমন কীর্তি গড়তে বেছে নিলেন ওমানকে। বার্বাডোজে ২ জুন ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ট্রাম্পলম্যান। নামিবিয়ার বাঁহাতি পেসার ওমানের বিপক্ষে উইকেট নিয়েছেন ইনিংসের প্রথম দুই বলেই। ওমান অধিনায়ক আকিব ইলিয়াসকে এলবিডব্লু করেন ট্রাম্পলম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন যাঁরা
প্রতিপক্ষ ভেন্যু সাল
মাশরাফি বিন মর্তুজা আফগানিস্তান মিরপুর ২০১৪
শাপুর জাদরান হংকং চট্টগ্রাম ২০১৪
রুবেন ট্রাম্পলম্যান স্কটল্যান্ড আবুধাবি ২০২১
রুবেন ট্রাম্পলম্যান ওমান বার্বাডোজ ২০২৪
আর্শদীপ সিং যুক্তরাষ্ট্র নিউইয়র্ক ২০২৪
*২০২৪ এর ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ পর্যন্ত
পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
১৩ মিনিট আগেমিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে...
৩ ঘণ্টা আগেগুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
৩ ঘণ্টা আগেসিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
৪ ঘণ্টা আগে