Ajker Patrika

বোর্ডার-ওয়াহ-পন্টিংদের পাশে স্মিথ

ক্রীড়া ডেস্ক    
২০৫ ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। ছবি: এএফপি
২০৫ ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। ছবি: এএফপি

গল টেস্টে ব্যাট হাতে নামার আগে স্টিভেন স্মিথের নামের পাশে ছিল ৯৯৯৯ রান। আজ মাঠে নেমেই দশ হাজারি ক্লাবে পা রাখেন তিনি। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্রিকেটের ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন স্মিথ।

তাঁর আগে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রান করেছেন পন্টিং। তাঁর লেগেছিল ১৯৬ ইনিংস। যেখানে স্মিথের লেগেছে ২০৫ ইনিংস। তবে সাদা পোশাকের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান করাদের দলে সবার ওপরে আছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তি ১৯৫ ইনিংস থেকেই দশ হাজার রান করেছিলেন।

২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। এরপর থেকেই ব্যাট হাতে নিয়মিত রান করছেন তিনি। বিশেষ করে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত-এই চার বছরে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৭৪ রান এসেছে ২০১৫ সালে। এই সময়ে ৩৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৪২ হাফ সেঞ্চুরিও। এখন পর্যন্ত ক্যারিয়ারসেরা ইনিংস ২৩৯; ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যে ইনিংস খেলেছিলেন স্মিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত