নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টিতে হারের হ্যাটট্রিক পূর্ণ করল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও হাল ছাড়ছে না বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জিততে হলে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে লিটনদের। পিছিয়ে থেকেও বাংলাদেশ অধিনায়ক সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে আমরা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং—কোনোটাই ভালো করিনি। আমি কাউকে দোষারোপ করছি না, তবে আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখনও সিরিজে দুটি ম্যাচ বাকি।’
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাকিস্তান ৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। তবে শুরুর এই ধাক্কা স্বাগতিকদের ইনিংসে তেমন প্রভাব ফেলেনি। অধিনায়ক সালমান আলী আগার ফিফটি (৫৬) তো রয়েছেই। হাসান নাওয়াজ (৪৪) ও শাদাব খানের (৪৮) ক্যামিও ইনিংসের সুবাদে ২০১ রান তুলে ফেলে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্যে নেমে শুরুটা বাংলাদেশের ভালো করলেও (৪ ওভারে ৩৭ রান) নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৯.২ ওভারে লিটনের দল অলআউট হয়েছে ১৬৪ রানে। ব্যাটিং-বোলিং তো বটেই। বাংলাদেশের ফিল্ডারদের হাতের ফাঁক গলে বেশ কয়েকটি বাউন্ডারি হয়েছে। লিটন নিজেদের ব্যর্থতার দায় অকপটে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতি আনতে হবে। প্রথম ম্যাচেও আমাদের ফিল্ডিং ভালো ছিল না।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য হয়ে পড়েন হাসান আলী। লাহোরে গত রাতে তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। ৩.২ ওভারে ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর সেরা বোলিং। তবু তিনি ম্যাচসেরা হননি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ১ জুন। শেষ দুই টি-টোয়েন্টিও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
টি-টোয়েন্টিতে হারের হ্যাটট্রিক পূর্ণ করল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও হাল ছাড়ছে না বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জিততে হলে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে লিটনদের। পিছিয়ে থেকেও বাংলাদেশ অধিনায়ক সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে আমরা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং—কোনোটাই ভালো করিনি। আমি কাউকে দোষারোপ করছি না, তবে আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখনও সিরিজে দুটি ম্যাচ বাকি।’
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাকিস্তান ৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। তবে শুরুর এই ধাক্কা স্বাগতিকদের ইনিংসে তেমন প্রভাব ফেলেনি। অধিনায়ক সালমান আলী আগার ফিফটি (৫৬) তো রয়েছেই। হাসান নাওয়াজ (৪৪) ও শাদাব খানের (৪৮) ক্যামিও ইনিংসের সুবাদে ২০১ রান তুলে ফেলে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্যে নেমে শুরুটা বাংলাদেশের ভালো করলেও (৪ ওভারে ৩৭ রান) নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৯.২ ওভারে লিটনের দল অলআউট হয়েছে ১৬৪ রানে। ব্যাটিং-বোলিং তো বটেই। বাংলাদেশের ফিল্ডারদের হাতের ফাঁক গলে বেশ কয়েকটি বাউন্ডারি হয়েছে। লিটন নিজেদের ব্যর্থতার দায় অকপটে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতি আনতে হবে। প্রথম ম্যাচেও আমাদের ফিল্ডিং ভালো ছিল না।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য হয়ে পড়েন হাসান আলী। লাহোরে গত রাতে তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। ৩.২ ওভারে ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর সেরা বোলিং। তবু তিনি ম্যাচসেরা হননি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ১ জুন। শেষ দুই টি-টোয়েন্টিও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
১৩ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৩৭ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১ ঘণ্টা আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে