Ajker Patrika

বাংলাদেশের সেরা বোলার হবেন নাহিদ রানা, সাবেক ভারতীয় পেসারের ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক    
আম্পায়ারের কাছে আবেদন করছেন নাহিদ রানা। ছবি: আইসিসি
আম্পায়ারের কাছে আবেদন করছেন নাহিদ রানা। ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন (৫)। তাই উইকেটের পেছনে মুশফিকুর রহিম ক্যাচ দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর!

ক্যারিয়ারের শুরু থেকে গতি দিয়ে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন নাহিদ। এবার তাঁর প্রশংসায় মাতলেন ইরফান পাঠান। ভারতের সাবেক এই পেসারের চোখে নাহিদই ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলার হবেন।

ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ৩০১ উইকেট নেওয়া ইরফান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩২ রান খরচ করে নাহিদের সম্বল কেবল উইলিয়ামসনের উইকেটই। এর আগে ৩ ওয়ানডে খেলে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ৬ টেস্ট খেলে তাঁর শিকার ২০ উইকেট। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ফাইফার পেয়েছিলেন এই পেসার। তখন ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত