নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডিতে বৃষ্টি আরেক দিন আগে এলে পয়েন্ট টেবিলের চিত্রটা অন্য রকম হতো। পাকিস্তানের আগে নিউজিল্যান্ডের সঙ্গেও যদি পয়েন্ট ভাগাভাগি হতো, তাহলে বাংলাদেশের ২ পয়েন্ট হয়ে যেত। পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশও তখন অন্যরকম হতো।
মেহেদী হাসান মিরাজ প্রকৃতির কল্যাণে পাওয়া পয়েন্টে নিজেদের কোনো কৃতিত্ব দেখেন না। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক কাল হোয়াটসঅ্যাপ বার্তায় বলছিলেন, ‘এ রকম ক্রিকেট খেলে (সেমিফাইনালে) ওঠার চেয়ে না ওঠাই ভালো। লড়াই করে উঠতে হবে। চ্যাম্পিয়ন হয়ে উঠতে হবে। ইনশা আল্লাহ একদিন আমরাই করব জয়।’
বাংলাদেশ করবে জয় (ট্রফি)—মিরাজের মতো এমন স্বপ্ন যুগ যুগ ধরে দেখে আসছেন বাংলাদেশের ক্রিকেট দর্শক। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে ধরা দেয় না। অথচ পরে শুরু করেও আফগানিস্তান তরতরিয়ে এগিয়ে যাচ্ছে সাদা বলের ক্রিকেটে। আরেকটি আইসিসির ইভেন্টে ব্যর্থ বাংলাদেশ গতকাল সান্ত্বনার ১ পয়েন্ট নিয়ে ফিরছে দেশে।
কাল রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টস সম্ভব হয়নি, ম্যাচ পরিত্যক্ত। এর আগে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ঝুলিতে যোগ হয় ১ পয়েন্ট। এতে বাংলাদেশ রানরেটের হিসাবে পাকিস্তানের ওপরে থেকে ‘এ’ গ্রুপের তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করার সুযোগ পেয়েছে। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন পরশু ম্যাচের আগের দিন বলেছেন, ক্রিকেটারদের মানসিকতা বদলাতে হবে, দলগতভাবে খেলতে হবে। ‘কিছু ইতিবাচক দিক রয়েছে। ছেলেরা ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা ভবিষ্যতে ভালো ফল আনতে পারে। তবে কিছু ঘাটতি রয়েছে, যেখানে দ্রুত উন্নতি করতে হবে’—চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর সালাহ উদ্দীনের পর্যবেক্ষণ।
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তাঁর ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নিতে পারে সামনের বোর্ড সভায়। টুর্নামেন্ট শেষে তিনি পাকিস্তান থেকে চলে যাচ্ছেন নিজ দেশে ছুটি কাটাতে। সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীনের সঙ্গে আজ রাত ১১টায় দেশে ফিরছেন শান্ত-মাহমুদউল্লাহ-মুশফিকেরা। কাল ধারাভাষ্যকারদের সঙ্গে আলাপচারিতায় হতাশা লুকাননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি ভীষণ হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারে ৫ উইকেটে। দুটি ম্যাচেই প্রতিপক্ষকে ৪৭তম ওভার পর্যন্ত ব্যাটিং করতে বাধ্য করেছিল বাংলাদেশ। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন শান্ত, ‘আমরা আগের দুটি ম্যাচে লম্বা সময় পর্যন্ত লড়েছি, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি, ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো পরিকল্পনা করব এবং সেটি কার্যকর করব।’
বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট শান্ত, ‘আমরা অতীতে ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ভুগেছি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকজন প্রতিভাবান পেসার উঠে এসেছে। দেশে কয়েকজন খুব ভালো করছে। তাসকিন আহমেদ ধারাবাহিক পারফর্ম করছে, নাহিদ রানা এসেছে, ফিজ (মোস্তাফিজুর রহমান) আছে। আমাদের শক্তিশালী বোলিং আক্রমণ আছে। আশা করি, তারা নিজেদের কাজটা ঠিকভাবে করবে এবং দলের হয়ে সেরাটা দেবে।’
ব্যাটিং বিভাগে স্ট্রাইক রোটেশন বাংলাদেশের বড় দুর্বলতা হিসেবে ধরা পড়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ১৮১টি ডট বল খেলেছে, ভারতের বিপক্ষে খেলেছে ১৫৯টি। সব মিলিয়ে দুই ম্যাচে ৩৪১ ডট বল। এ সমস্যা স্বীকার করে শান্ত বলেন, ‘আমাদের নেটে আরও ভালো ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে ভাবতে হবে। কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করা দরকার।’
রাওয়ালপিন্ডিতে বৃষ্টি আরেক দিন আগে এলে পয়েন্ট টেবিলের চিত্রটা অন্য রকম হতো। পাকিস্তানের আগে নিউজিল্যান্ডের সঙ্গেও যদি পয়েন্ট ভাগাভাগি হতো, তাহলে বাংলাদেশের ২ পয়েন্ট হয়ে যেত। পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশও তখন অন্যরকম হতো।
মেহেদী হাসান মিরাজ প্রকৃতির কল্যাণে পাওয়া পয়েন্টে নিজেদের কোনো কৃতিত্ব দেখেন না। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক কাল হোয়াটসঅ্যাপ বার্তায় বলছিলেন, ‘এ রকম ক্রিকেট খেলে (সেমিফাইনালে) ওঠার চেয়ে না ওঠাই ভালো। লড়াই করে উঠতে হবে। চ্যাম্পিয়ন হয়ে উঠতে হবে। ইনশা আল্লাহ একদিন আমরাই করব জয়।’
বাংলাদেশ করবে জয় (ট্রফি)—মিরাজের মতো এমন স্বপ্ন যুগ যুগ ধরে দেখে আসছেন বাংলাদেশের ক্রিকেট দর্শক। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে ধরা দেয় না। অথচ পরে শুরু করেও আফগানিস্তান তরতরিয়ে এগিয়ে যাচ্ছে সাদা বলের ক্রিকেটে। আরেকটি আইসিসির ইভেন্টে ব্যর্থ বাংলাদেশ গতকাল সান্ত্বনার ১ পয়েন্ট নিয়ে ফিরছে দেশে।
কাল রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টস সম্ভব হয়নি, ম্যাচ পরিত্যক্ত। এর আগে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ঝুলিতে যোগ হয় ১ পয়েন্ট। এতে বাংলাদেশ রানরেটের হিসাবে পাকিস্তানের ওপরে থেকে ‘এ’ গ্রুপের তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করার সুযোগ পেয়েছে। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন পরশু ম্যাচের আগের দিন বলেছেন, ক্রিকেটারদের মানসিকতা বদলাতে হবে, দলগতভাবে খেলতে হবে। ‘কিছু ইতিবাচক দিক রয়েছে। ছেলেরা ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা ভবিষ্যতে ভালো ফল আনতে পারে। তবে কিছু ঘাটতি রয়েছে, যেখানে দ্রুত উন্নতি করতে হবে’—চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর সালাহ উদ্দীনের পর্যবেক্ষণ।
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তাঁর ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নিতে পারে সামনের বোর্ড সভায়। টুর্নামেন্ট শেষে তিনি পাকিস্তান থেকে চলে যাচ্ছেন নিজ দেশে ছুটি কাটাতে। সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীনের সঙ্গে আজ রাত ১১টায় দেশে ফিরছেন শান্ত-মাহমুদউল্লাহ-মুশফিকেরা। কাল ধারাভাষ্যকারদের সঙ্গে আলাপচারিতায় হতাশা লুকাননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি ভীষণ হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারে ৫ উইকেটে। দুটি ম্যাচেই প্রতিপক্ষকে ৪৭তম ওভার পর্যন্ত ব্যাটিং করতে বাধ্য করেছিল বাংলাদেশ। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন শান্ত, ‘আমরা আগের দুটি ম্যাচে লম্বা সময় পর্যন্ত লড়েছি, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি, ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো পরিকল্পনা করব এবং সেটি কার্যকর করব।’
বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট শান্ত, ‘আমরা অতীতে ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ভুগেছি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকজন প্রতিভাবান পেসার উঠে এসেছে। দেশে কয়েকজন খুব ভালো করছে। তাসকিন আহমেদ ধারাবাহিক পারফর্ম করছে, নাহিদ রানা এসেছে, ফিজ (মোস্তাফিজুর রহমান) আছে। আমাদের শক্তিশালী বোলিং আক্রমণ আছে। আশা করি, তারা নিজেদের কাজটা ঠিকভাবে করবে এবং দলের হয়ে সেরাটা দেবে।’
ব্যাটিং বিভাগে স্ট্রাইক রোটেশন বাংলাদেশের বড় দুর্বলতা হিসেবে ধরা পড়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ১৮১টি ডট বল খেলেছে, ভারতের বিপক্ষে খেলেছে ১৫৯টি। সব মিলিয়ে দুই ম্যাচে ৩৪১ ডট বল। এ সমস্যা স্বীকার করে শান্ত বলেন, ‘আমাদের নেটে আরও ভালো ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে ভাবতে হবে। কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করা দরকার।’
রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে দেওয়া হবে বলে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে।
৩ মিনিট আগেপাকিস্তান ক্রিকেট দল দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা ধরে রাখার মিশনে নেমে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে দলটির। বাংলাদেশের বিপক্ষে গতকাল ম্যাচটা না হওয়ায় পাকিস্তান টুর্নামেন্ট শেষ করেছে কোনো ম্যাচ না জিতেই।
৩৮ মিনিট আগেঅস্ট্রেলিয়াকে হারালেই আজ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট কাটবে আফগানিস্তান। তাতে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়বে আফগানরা। লাহোরে বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় শুরু হবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
২ ঘণ্টা আগে